নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ১০ আগস্ট ২০২৩
লং আইল্যান্ডে বাংলাদেশিদের প্রথম পথমেলা অনুষ্ঠিত হবে আগামী ১৯ আগস্ট শনিবার। বেবিলন টাউন হল চত্ত্বরে দুপুর ১২টা থেকে রাত ১১টা অবধি এ মেলা চলবে। নিউইয়র্কের এক ঝাঁক শিল্পী এতে অংশ নেবেন। তারা নাচে গানে মাতিয়ে রাখবেন এই মেলা।
উল্লেখযোগ্য শিল্পীদের তালিকায় রয়েছেন বেবি নাজনীন, রিজিয়া পারভিন, ত্রিনিয়া হাসান ও শেফালীসহ অনেকে। রকমারি স্টল বসবে মেলায়। আয়োজকরা ধারণা করছেন মেলায় ৫ থেকে ১০ হাজার বাংলাদেশি অংশ নেবেন।
মেলাকে সফল করতে গিয়াস আহমেদ- কনভেনর, আসেফ বারী টুটুল- কো কনভেনর ও রিয়াজ মাহমুদ সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। সমন্বয়কের দায়িত্বে আছেন গোলাম ফারুক শাহীন। ইশতিয়াক হোসেন রুমি কালচারাল ইভেন্টের চেয়ারম্যান হিসেবে কাজ করছেন।
Posted ১:০৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১০ আগস্ট ২০২৩
Weekly Bangladesh | Weekly Bangladesh