বাংলাদেশ অনলাইন : | শনিবার, ২৯ জুলাই ২০২৩
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়
অবস্থান কর্মসূচিতে পুলিশের লাঠিপেটায় আহত বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে ছেড়ে দেওয়া হয়েছে। ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান হারুন অর রশিদ গণমাধ্যমকে এ তথ্য জানান। জানা গেছে, ২৯ জুলাই (শনিবার) বিকেলে ডিবি কার্যালয় থেকে একটি গাড়িতে করে নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ে পৌঁছে দেয় পুলিশ।
আহত গয়েশ্বর রায়কে কেন ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছিল—এ বিষয়ে হারুন অর রশিদ বলেন, ‘বিএনপির নেতাকর্মীরা পুলিশকে উদ্দেশ্য করে ইট-পাটকেল ছোড়েন। এ সময় তাদের ধাওয়া দিলে বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায় রাস্তায় পড়ে যান। ঘটনাস্থলে থাকা পুলিশ তাকে গাড়িতে নিয়ে ডিবি কার্যালয়ে নিয়ে আসে। তাকে আমরা সেভ করেছি।’
এর আগে দুপুরে রাজধানীর ধোলাইখালে সংঘর্ষের সময় গয়েশ্বর চন্দ্র রায়কে লাঠিপেটা করে পুলিশ। একপর্যায়ে তিনি মাটিতে পড়ে গেলে সেখানেও তাকে পেটানো হয়। সেখান থেকে রক্তাক্ত অবস্থায় তাকে আটক করে চিকিৎসার জন্য রাজারবাগ পুলিশলাইন্স হাসপাতালে নেয় পুলিশ। সেখান থেকে তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়।
প্রসঙ্গত, ঢাকার প্রবেশমুখে বিএনপির অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে আজ বিভিন্ন স্থানে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান ও ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদসহ অনেক নেতাকর্মী আহত হয়েছেন। তাদের কয়েকজন গুলিবিদ্ধ।
Posted ৪:৩২ অপরাহ্ণ | শনিবার, ২৯ জুলাই ২০২৩
Weekly Bangladesh | Weekly Bangladesh