বাংলাদেশ অনলাইন : | শনিবার, ০৫ ডিসেম্বর ২০২০
চলচ্চিত্র পরিচালক ইফতেখার চৌধুরী পরিচালনার পাশাপাশি ‘মুক্তি’ নামক চলচ্চিত্র প্রযোজনারও ঘোষণা দিয়েছেন। এ সিনেমায় ইতিমধ্যে নায়িকা হিসেবে যুক্ত হয়েছেন নতুন মুখ রাজ রিপা। আর এবার এতে রাজ রিপার সঙ্গী হলেন চিত্রনায়ক কায়েস আরজু। গত ৪ ডিসেম্বর সিনেমাটিতে তিনি চুক্তিবদ্ধ হোন বলে রাইজিংবিডিকে জানান কায়েস আরজু নিজেই।
আইসি ফিল্ম প্রযোজিত ‘মুক্তি’ সিনেমার মহরত আগামী ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। একই দিনে শুটিং শুরু করা হবে বলে সিনেমাটির নির্মাতা জানান।
রাজ রিপা গত কয়েক মাস ধরে ‘মুক্তি’র জন্য ফাইট শিখেছেন, তীর চালানো শিখেছেন, এমনকি সাইকেল-বাইক চালানো শিখেছেন। রিপা ছাড়াও এতে থাকবেন আরও সাতজন অভিনেতা।
কায়েস আরজু অভিনীত বেশকিছু সিনেমা মুক্তি পেয়েছে। সিনেমার চরিত্র প্রসঙ্গে তিনি বলেন, ‘মুক্তি’ সিনেমায় আমার চরিত্র সাইকো ধাঁচের। এ ধরনের চরিত্রে আমি এবারই প্রথম কাজ করতে যাচ্ছি। ৫ থেকে ২০ জানুয়ারি পর্যন্ত এ সিনেমার জন্য শিডিউল দিয়েছি। ইফতেখার ভাই আধুনিক মেকার। আশা করছি ভালো কিছু হবে।
পরিচালক ইফতেখার চৌধুরী সিনেমার গল্প প্রসঙ্গে বলেন, নোয়াখালী জেলার একটি পরিচিত জনপদের এক দরিদ্র ও অতি সাধারণ পরিবারের মেয়ে মুক্তি কীভাবে সময়ের প্রয়োজনে অনন্য সাধারণ হয়ে ওঠেন, তারই এক লোমহর্ষক চিত্রায়ণ থাকবে ‘মুক্তি’ সিনেমায়। এটি মূলত অ্যাকশন-থ্রিলার ধাঁচের চলচ্চিত্র। যেখানে খুব চমৎকার একটি গল্প দর্শকরা খুঁজে পাবেন।
Posted ১০:৩১ পূর্বাহ্ণ | শনিবার, ০৫ ডিসেম্বর ২০২০
Weekly Bangladesh | Weekly Bangladesh