বাংলাদেশ অনলাইন : | রবিবার, ২৬ মার্চ ২০২৩
ছবি : সংগৃহীত
মহান স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে আসা মানুষের ঢল নামে। ফুলে ফুলে ভরে ওঠে শহীদ বেদি। মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সর্বস্তরের মানুষ। ২৬ মার্চ (রোববার) ভোর ৫টা ৫৬ মিনিটে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ফুলেল শ্রদ্ধাঞ্জলি নিয়ে দলে দলে প্রবেশ করতে থাকেন বিভিন্ন রাজনৈতিক দল, দেশি-বিদেশি কূটনীতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। তাদের শ্রদ্ধায় সিক্ত হয় বীর শহীদরা।
শ্রদ্ধা জানাতে আসা আব্দুল কুদ্দুস জানান, প্রতি বছর এই দিবসটি এলে আমি মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসি। জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে পেরে আমি অনেক খুশি।
আসিফ হোসেন নামে আরেকজন বলেন, শ্রদ্ধা নিবেদনের জন্য আমরা রাতেই এখানে চলে আসি। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর। সবার জন্য স্মৃতিসৌধ উম্মুক্ত করে দেওয়া হয়। এরপর মাত্র ৩০ মিনিটেই শ্রদ্ধার ফুলে ভরে যায় শহীদ বেদি। এ যেন শহীদদের প্রতি জাতির আজন্ম ভালোবাসা। বেদি ভরা শ্রদ্ধার ফুল দেখে হৃদয় যেন ভরে গেল। এ যেন জাতির চিরকৃতজ্ঞতার বহিঃপ্রকাশ।
জাতীয় স্মৃতিসৌধের গণপূর্ত বিভাগের ইনচার্জ উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমান বলেন, জনসাধারণের জন্য স্মৃতিসৌধ উন্মুক্ত করার পর দলে দলে শ্রদ্ধার ফুল নিয়ে মানুষ সৌধ প্রাঙ্গণে প্রবেশ করেছে। শ্রদ্ধার ফুলে ধীরে ধীরে বেদি ভরে যাচ্ছে। শ্রদ্ধা নিবেদনে সুবিধার্থে বেদি থেকে ফুল অপসারণ করা হচ্ছে।
Posted ১০:৫০ পূর্বাহ্ণ | রবিবার, ২৬ মার্চ ২০২৩
Weekly Bangladesh | Weekly Bangladesh