বাংলাদেশ অনলাইন : | মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫
শাকিব খান ও অপু বিশ্বাস। ছবি : সংগৃহীত
ঢালিউড মেগাস্টার শাকিব খানকে হাজার কিলোমিটার দূর থেকে ভালোবাসা জানিয়েছেন তার প্রাক্তন স্ত্রী ও চিত্রনায়িকা অপু বিশ্বাস। সোমবার (৩১ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে স্যোশাল মিডিয়ায় এ ভালোবাসা জানান তিনি। এদিন অপু বিশ্বাস ছেলে আব্রাম খান জয় ও প্রাক্তন শাকিব খানের বেশ কিছু ছবি ফেসবুকে পোস্ট করেছেন।
ছবি গুলোর ক্যাপশনে তিনি লেখেন, হাজার কিলোমিটার দূরত্বে থেকেও আজ আমি নিশ্চিন্ত, কারণ আব্রাম তার পাপার পরম আদরে আনন্দে উল্লাসে ঈদ উদ্যাপন করল। তিনি আরও লেখেন, এই বন্ধন আজ আমাকে আনন্দের অশ্রুতে সিক্ত করল। আমার সন্তানের বাবা নিঃসন্দেহে একজন শ্রেষ্ঠ বাবা।
এরপর ভালোবাসার ইমোজি জুড়ে দেন অপু বিশ্বাস। এদিকে অপুর এই পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে যায় নেটিজেনদের অনেকেই বলছেন দীর্ঘ সময় পরেও ছেলের জন্য শাকিব-অপুর বন্ধন যে অটুট রয়েছে, তা যেন আবারও প্রমাণ হলো এই পোস্টের মাধ্যমে। যদিও এ বিষয়ে কিছু বলছেন না শাকিব।
শাকিব খান ও অপু বিশ্বাস ভালোবেসে গোপ্নে বিয়ে করেছিলেন ২০০৮ সালে। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর জন্ম হয় তাদের সন্তান আব্রাম খান জয়ের। শাকিব-অপু দুজনেই সন্তান জন্মের বিষয়টি গোপন রাখেন। ২০১৭ সালের ১০ এপ্রিল একটি টিভি চ্যানেলের সরাসরি অনুষ্ঠানে এসে বিয়ে ও সন্তানের বিষয়টি সামনে আনেন। যদিও তার পরের বছর ২০১৮ সালের ১২ মার্চ থেকে আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদ হয় তাদের।
Posted ১১:৩২ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh