বাংলাদেশ অনলাইন : | শুক্রবার, ২৮ জুলাই ২০২৩
আওয়ামী লীগের তিন সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত হওয়া শান্তি সমাবেশে উপস্থিত নেতাকর্মীদের একাংশ
আওয়ামী লীগের তিন সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত শান্তি সমাবেশ থেকে ফেরার পথে দলটির দুই পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ২৮ জুলাই (শুক্রবার) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হয়েছেন।
আহতদের কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে। তার মধ্যে দিনমজুর মো. আরিফুল ইসলামের (২৩) পায়ে ছুরিকাঘাত আছে। রাজধানীর বংশাল এলাকার বাসিন্দা অষ্টম শ্রেণির ছাত্র মো. জোবায়ের (১৬ )। সে মোবাইলের কাভার কিনতে গুলিস্তানে গিয়েছিল। কেরানীগঞ্জ এলাকার যুবলীগের কর্মী মো. রনির (৩২) বুকে ছুরিকাঘাত আছে। আরেক জন হলেন আরাগবাগ এলাকায় কাজ করা দিনমজুর মো. মোবাশ্বের (২৮ )। আর যাকে ঢামেকের জরুরি বিভাগে মৃত ঘোষণা করা হয়, তার পরিচয় পাওয়া যায়নি।
ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক মো. আলাউদ্দিন একজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন । তিনি বলেন, বাকিদেরকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ বিষয়ে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন বলেন, ‘সংঘর্ষে মারাত্মকভাবে আহত একজন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছেন। বিস্তারিত জানার চেষ্টা করছি।’
Posted ১১:০৩ অপরাহ্ণ | শুক্রবার, ২৮ জুলাই ২০২৩
Weekly Bangladesh | Weekly Bangladesh