বাংলাদেশ অনলাইন : | মঙ্গলবার, ২৯ ডিসেম্বর ২০২০
ইনস্টাগ্রামে এই ছবি পোস্ট করে সালমান খানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন কারিনা কাপুর। সালমান খানের কাছে দেশের মানুষের যেন একটাই প্রশ্ন- ‘কবে বিয়ে করবেন ভাইজান?’ উত্তর না পেলেও আশাহত হন না ভাইপ্রেমীরা। এই প্রশ্ন উঠতেই থাকে ক্রমাগত। গত ২৭ ডিসেম্বর তার জন্মদিনে ফের উসকে দেওয়া হলো সেই চিরাচরিত প্রশ্নটি।
তবে এবার প্রশ্ন নয়, বাক্য। তার থেকেও বড় কথা, প্রসঙ্গ তুললেন খোদ বলিপাড়ার প্রথম সারির নায়িকা। সালমানেরই এক সহ-অভিনেত্রী কারিনা কাপুর।
সালমানের ৫৫তম জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন কারিনা কাপুর খান। দু’জনের একসঙ্গে একটি ছবি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। ক্যাপশনে লেখা, ‘শুভ জন্মদিন সালমান। আশা করছি, খুব তাড়াতাড়িই বিয়ে করবে তুমি’। পাশে কয়েকটি ইমোজি। তবে কি বলিপাড়ার কোনো গোপন কথার আভাস পাওয়া গেল, যা এখনো মেকআপ ভ্যানের বাইরে আসার কথা নয়! নাকি নিছকই মশকরা করলেন করিনা?
Posted ৬:৩০ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৯ ডিসেম্বর ২০২০
Weekly Bangladesh | Weekly Bangladesh