বাংলাদেশ অনলাইন : | বৃহস্পতিবার, ১০ আগস্ট ২০২৩
ছবি : সংগৃহীত
উত্তর কোরিয়ার শীর্ষ জেনারেলকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট কিম জং উন। একই সঙ্গে যুদ্ধের প্রস্তুতি, অস্ত্র উৎপাদন বৃদ্ধি ও সামরিক মহড়া সম্প্রসারণের নির্দেশ দিয়েছেন তিনি। ১০ আগস্ট (বৃহস্পতিবার) উত্তরের রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএর বরাতে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
৯ আগস্ট (বুধবার) ওয়ার্কার্স পার্টি অব কোরিয়ার অষ্টম সেন্ট্রাল মিলিটারি কমিশনের সপ্তম বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। এ সভায় সামরিক বাহিনীর শীর্ষ জেনারেল চিফ অব জেনারেল স্টাফ পাক সু ইলকে বরখাস্ত করেছেন কিম। তবে তাকে কেন বরখাস্ত করা হয়েছে, সে সম্পর্কে কিছু জানায়নি কেসিএনএ।
পাক সু ইলের স্থলে নতুন চিফ অব জেনারেল স্টাফ হিসেবে রি ইয়ং গিলকে নিয়োগ দিয়েছেন কিম। রি ইয়ং গিল বর্তমানে উত্তর কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্বে আছেন। তবে নতুন পদ পাওয়ার পর তিনি প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন কি না, তা স্পষ্ট নয়।
এর আগে গত বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোনের ইঞ্জিন উৎপাদনের জন্য দেশের বিভিন্ন অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান সশরীরে পরিদর্শন করে মাঠপর্যায়ে দিকনির্দেশনা দেন কিম জং উন। এ সময় সুপার লার্জ-ক্যালিবার মাল্টিপল রকেট লঞ্চার এবং ট্রান্সপোর্টার-ইরেক্টর-লঞ্চারের জন্য শেল তৈরির কারখানাও পরিদর্শন করেন তিনি। অস্ত্র কারখানা পরিদর্শন থেকে ফিরে এসেই চিফ অব জেনারেল স্টাফ পাক সু ইলকে বরখাস্ত করলেন কিম।
কেসিএনএ’র প্রতিবেদনে আরও বলা হয়েছে, উত্তর কোরিয়া প্রজাতন্ত্রের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ৯ সেপ্টেম্বর একটি মিলিশিয়া কুচকাওয়াজের আয়োজন করা হবে। এ বিষয়ে গতকালের সভায় আলোচনা হয়েছে। সামরিক বাহিনীর শক্তি বাড়াতে উত্তর কোরিয়ায় অনেক আধাসামরিক গোষ্ঠী রয়েছে।
Posted ১২:০১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১০ আগস্ট ২০২৩
Weekly Bangladesh | Weekly Bangladesh