নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫
নিউইয়র্ক মহানগর (উত্তর) বিএনপির ঈদ পুনঃমিলনী অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান প্রাক্তন মন্ত্রী এডভোকেট নিতাই রায় চৌধুরী বলেছেন শেখ মুজিব বাংলাদেশের স্বাধীণতা চাননি পাকিস্তানের মুখ্যমন্ত্রী হতে চেয়েছিলেন।
আওয়ামীলীগ দেশ ও গণতন্ত্রের জন্য মায়াকান্না দেখালেও মূলত তারাই দেশের বারোটা বাজিয়েছে। স্বাধীণতাত্তোর বাংলাদেশে গণতন্ত্র হত্যা করে একদলীয় শাসন কায়েম করেছিলো। সংবাদপত্রের স্বাধীনতা লুন্ঠন করেছেন। ৫টা খবরের কাগজ রেখে সব বন্ধ করে দিয়েছেন। বাবু নিতাই রায় গত ৭ জুন বঙ্কসের আল আসকা চাইনিজ রেস্টুরেন্টে নিউইয়র্ক মহানগর (উত্তর) বিএনপি আয়োজিত ঈদ পুনঃমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
নিউইয়র্ক মহানগর (উত্তর) বিএনপির সভাপতি লেখক আহবাব চৌধুরী খোকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফয়েজ চৌধুরীর সঞ্চালনায় এতে গেস্ট অব অনার ছিলেন বিএনপি চেয়ারপারসের উপদেষ্টা, জাতীয় সংসদের প্রাক্তন বিরোধী দলীয় চিপ হইপ বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবদিন ফারুক ও বিএনপি চেয়ারপারসনের অপর উপদেষ্টা কন্ঠশিল্পী বেবী নাজনীন।
প্রধান বক্তা হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু, সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল এবং সাবেক কোষাধ্যক্ষ জসিম ভূঁইয়া।
সভায় বিএনপি নেতা জয়নাল আবদিন ফারুক বলেন, যারা বলেন নির্বাচন নির্বাচন করে বিএনপির থুথু বের হয়ে যায় তাদেরকেও আমরা চিনি। সাড়ে ১০ মাসে এপিএস ৩শ কোটি টাকার মালিক হয়। অনেক কিছু জানি বলবো না। প্রফেসর ড. ইউনূসের প্রতি বিএনপির সমর্থন ছিল এবং সমর্থন এখনো প্রত্যাহার করা হয়নি। বিভিন্ন বিতর্কিত বিষয় হচ্ছে বলেই নির্বাচন বিলম্বিত করা ঠিক হবে না।
প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে একজন নন্দিত ব্যক্তি উল্লেখ করে তিনি বলেন, আপনি যেনো নিন্দিত না হোন সেই ব্যবস্থা করে ডিসেম্বরেই নির্বাচন দিন।
সাবেক বিরোধী দলের চিফ হুইপ ফারুক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে পৃথিবীর ইতিহাসে একজন ‘ঘৃণিত’ ব্যক্তি উল্লেখ করে বলেন, তিনি নিজ হাতে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিনিয়ার সহ সভাপতি কাজী আমিনুল ইসলাম স্বপন, সিনিয়ার যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার জাহিদ, শ্রমিকদল কেন্দ্রীয় কমির সদস্য মুক্তিযোদ্ধা সুরুজ্জামান, বিএনপি নেতা জাফর তালুকদার, এজিএম জাহাঙ্গীর হাসাইন, আব্দুর রহিম,শরিফুল খালিশদার, মানিক আহমদ, সোহেব আহমদ, সেবুল খান মাহবুব, বিলাল চৌধুরী, সুলতান আহমদ, মোহাম্মদ আলী রাজা, এডভোকেট আতিকুর রহমান সাবু, শেখ আক্তার হোসেন নানু, সুলতান মাহমুদ সিদ্দিকি, আশরাফ চৌধুরী জামি, জিল্লুর রহমান খান, সাম্মুন আহমদ, মাহবুব চৌধুরী ব্রঙ্কস ( পূর্ব) আহবায়ক লিয়াকত আলী, ব্রঙ্কস (পশ্চিম) আহবায়ক আনোয়ারুল আলম ভূইয়া, ব্রঙ্কস (পশ্চিম) সদস্য সচিব দুলাল রহমান, ম্যানহাটন ব্যুরো সদস্য সচিব জিয়াউল আহমদ জামিল, মাহবুব চৌধুরী প্রমুখ। মতবিনিময় সভায় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
Posted ১১:২৪ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh