বাংলাদেশ অনলাইন | মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪
ছবি: সংগৃহীত
তারল্যসংকটে বাংলাদেশ ব্যাংক থেকে রেপোর মাধ্যমে নিয়মিত ঋণ নিয়ে আসছিলো একাধিক ব্যাংক। সংকটে পড়ে যেকোনো দিন কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নিতে পারতো। তবে এবার ব্যাংকগুলোর ঋণ দেওয়ার নিয়মে পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক।
এখন থেকে সপ্তাহে দু’দিন কেন্দ্রীয় ব্যাংক থেকে রেপোর মাধ্যমে ধার নিতে পারবে ব্যাংকগুলো। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের শর্তের কারণেই এ পরিবর্তন আনা হয়েছে।
সোমবার (১ জুলাই) এ-সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০২৪ সালের জুলাই থেকে কেন্দ্রীয় ব্যাংকের রেপো নিলাম প্রতি কর্মদিবসের পরিবর্তে সপ্তাহে দুদিন সোম ও বুধবার অনুষ্ঠিত হবে। সোম ও বুধবার ছুটি থাকলে পরবর্তী কর্মদিবসে তা অনুষ্ঠিত হবে।
Posted ৭:৪৮ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪
Weekly Bangladesh | Weekly Bangladesh