বাংলাদেশ অনলাইন : | বুধবার, ৩০ ডিসেম্বর ২০২০
বিএনপি ‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশে বক্তব্য দেন মির্জা ফখরুল
সবাইকে ঐক্যবদ্ধ করে এই সরকারকে ক্ষমতা থেকে সরে যেতে বাধ্য করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ৩০ ডিসেম্বর (বুধবার) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দুই বছর পূর্তি উপলক্ষে কেন্দ্র ঘোষিত বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর বিএনপি এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।
এতে মির্জা ফখরুল বলেন, বিএনপির নেতৃত্বে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ করে এই সরকারকে বাধ্য করতে হবে সরে যেতে। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবীব-উন-নবী খান সোহেলের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, আমান উল্লাহ আমান, হাবিবুর রহমান হাবিব, নির্বাহী সদস্য নাজিম উদ্দীন আলম প্রমুখ।
এদিকে বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে নেতাকর্মীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও লাঠিপেটার ঘটনার খবর পাওয়া গেছে। বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, সচিবালয়ের পশ্চিম সড়ক হয়ে বিএনপির নেতাকর্মীরা সমাবেশস্থলে আসতে চাইলে পুলিশ বাধা দেয়। নেতাকর্মীরা বাধা অতিক্রম করে এগোতে চাইলে পুলিশ তাদের লাঠিপেটা শুরু করে।
একপর্যায়ে বিএনপির নেতা-কর্মীরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকেন। এ সময় বিএনপির নেতাকর্মীরা চারদিকে ছোটাছুটি শুরু করেন। এছাড়া শিল্পকলা একাডেমির সামনেও নেতাকর্মীদের পুলিশ লাঠিপেটা করেছে করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।
Posted ৯:৫১ পূর্বাহ্ণ | বুধবার, ৩০ ডিসেম্বর ২০২০
Weekly Bangladesh | Weekly Bangladesh