বাংলাদেশ অনলাইন : | মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান মঙ্গলবার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। ছবি : সংগৃহীত
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সবাইকে নিয়েই ফেব্রুয়ারিতে নির্বাচন দেখতে চাই। মঙ্গলবার (৪ নভেম্বর) ভোর সাড়ে ৫টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে তিনি এ কথা বলেন।
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান প্রায় ১৫ দিনের দীর্ঘ সফর শেষে দেশে ফিরেছেন। এই সময়ে তিনি সৌদি আরবে পবিত্র উমরা পালন করার পাশাপাশি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও তুরস্ক সফর করেন।
বিমানবন্দরে জামায়াত আমির জানান, গত মাসের ১৯ তারিখ তিনি উমরা করার উদ্দেশ্যে দেশ থেকে বের হন। উমরা সম্পন্ন করার পর ২২ তারিখ তিনি আমেরিকার জেএফকে এয়ারপোর্টে পৌঁছান। সেখানে আট দিনব্যাপী তিনি বিভিন্ন স্তরে সরকারি-বেসরকারি গুরুত্বপূর্ণ সংস্থা ও ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেন। খুব অল্প সময়ের মধ্যে তিনি নিউ ইয়র্ক, বাফেলো, মিসিগান ও ওয়াশিংটন ডিসি—যুক্তরাষ্ট্রের এই চারটি শহর সফর করেন।
পাশাপাশি বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিদের সঙ্গেও তার সাক্ষাৎ হয়। তিনি তাদের উদ্দেশ্যে দুটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন। প্রথমত, দীর্ঘদিনের বঞ্চনা, নিষ্পেষণ ও ফ্যাসিবাদী শাসনের পর বাংলাদেশ মুক্ত হয়েছে এবং মুক্তির এই সংগ্রামে দেশবাসীর সঙ্গে প্রবাসীরাও সমানতালে লড়াই করেছেন, তাদের অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য।
জামায়াতের আমির জানান, প্রবাসীদের ভোটাধিকারের দাবি জামায়াত সবার আগে তুলেছিল এবং এই দাবি তারা ছেড়ে দেননি। তিনি সরকার এবং নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান তারা এই প্রথমবারের মতো ব্যাপক ভিত্তিতে প্রবাসীদের ভোটার করার উদ্যোগ নিয়েছেন। তবে সেখানে কিছু সমস্যা রয়ে গিয়েছে।
ভোটার হওয়ার জন্য অক্টোবরের ৩০ তারিখ পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছিল এবং যে সফটওয়্যার ইনস্টল করা হয়েছে তা প্রোপারলি ফাংশন না করায় আগ্রহ থাকা সত্ত্বেও অনেকেই ভোটার হতে পারেননি। তাই নির্বাচন কমিশনের কাছে তার দাবি হলো, কমপক্ষে আরও ১৫ দিন এই সময় বর্ধিত করা হোক এবং যে জটিলতাগুলো রয়েছে, সেগুলো সহজ করে প্রবাসীদের ভোটার হওয়ার সুযোগ করে দেওয়া হোক।
Posted ৯:৩৭ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh