বিনোদন ডেস্ক | রবিবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৪
গত বছর ‘লাল শাড়ি’ সিনেমা দিয়ে অপু বিশ্বাস আত্মপ্রকাশ করেন প্রযোজক হিসেবে। সে ছবিতে তার অভিনয়ও প্রশংসা কুড়ায়। এদিকে নতুন বছরে নিজের নতুন ব্যবসা শুরু করেছেন তিনি। সেই ঘোষণা দিয়েছেন জমকালো আয়োজনে। আবার শাকিব খানের সঙ্গেও অপুর বেশ সুসম্পর্ক যাচ্ছে। এর মাঝেই নতুন দুই সিনেমা চলতি ফেব্রুয়ারিতেই মুক্তি পেতে যাচ্ছে অপু বিশ্বাসের। পরপর দুই সপ্তাহে সিনেমা নিয়ে হাজির হচ্ছেন তিনি। আগামী ৯ই ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে তার অভিনীত ‘ট্র্যাপ’ সিনেমাটি। এতে তার সঙ্গে জুটি বেঁধেছেন জয় চৌধুরী। আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, আমান রেজা, তাহমিনা মৌ, এল আর খান সীমান্ত, হারুন কিসিঞ্জার, জাদু আজাদসহ অনেকে।
সিনেমাটি পরিচালনা করেছেন দ্বীন ইসলাম। এদিকে বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে ১৬ই ফ্রেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে অভিনেত্রীর ‘ছায়াবৃক্ষ’ সিনেমাটি। এতে তার বিপরীতে আছেন নিরব হোসেন। ২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদানে ‘ছায়াবৃক্ষ’ সিনেমাটি পরিচালনা করেছেন বন্ধন বিশ্বাস। চা শ্রমিকদের জীবনের বিভিন্ন গল্প নিয়ে নির্মিত এ সিনেমায় নিরব-অপু ছাড়াও অভিনয় করছেন কাজী নওশাবা, সুমিত সেনগুপ্ত, শতাব্দী ওয়াদুদ, ডন, এলিনা শাম্মি ও আজম খান। অপু বিশ্বাস বলেন, সুসময় কাটাচ্ছি কিনা জানি না। তবে ভালো লাগছে নতুন বছরটা নতুনভাবে শুরু করতে পেরে। আরও ভালো লাগছে নতুন দুটি সিনেমা একই মাসে মুক্তি পাচ্ছে বলে। দুটি সিনেমার গল্পই খুব সুন্দর। আমার বিশ্বাস ভালো লাগবে খুব।
Posted ৬:৫৯ পূর্বাহ্ণ | রবিবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৪
Weekly Bangladesh | Weekly Bangladesh