বাংলাদেশ অনলাইন : | মঙ্গলবার, ৩০ মার্চ ২০২১
ডা. এ জেড এম জাহিদ হোসেন
সস্ত্রীক করোনায় আক্রান্ত হয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন। ৩০ মার্চ (মঙ্গলবার) ডা. জাহিদ নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত তিন দিন ধরে তার জ্বর ও শরীর ব্যথা এবং স্ত্রীর কাশি থাকায় গতকাল সোমবার করোনা সন্দেহে নমুনা পরীক্ষা করালে রিপোর্ট পজিটিভ আসে। বর্তমানে বাসায় চিকিৎসা নিচ্ছেন তাঁরা।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাঁদের চিকিৎসার খোঁজ-খবর নিচ্ছেন বলেও জানান দলের এই নেতা। আশু রোগ মুক্তির জন্য দলীয় নেতাকর্মী ও দেশবাসীর দোয়া চেয়েছেন তিনি।
Posted ৭:৩৯ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ৩০ মার্চ ২০২১
Weekly Bangladesh | Weekly Bangladesh