বাংলাদেশ রিপোর্ট : | বৃহস্পতিবার, ২০ মে ২০২১
ছবি : সংগৃহীত
এখন থেকে সাউথ ক্যারোলিনায় মৃত্যুদন্ডপ্রাপ্ত ব্যক্তিদের ইলেক্ট্রিক চেয়ারে বসিয়ে বা ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদন্ড কার্যকর করা হবে। গত শুক্রবার রসাউথ ক্যারোলিনার রিপাবলিকান গভর্নর হেনরি ম্যাকমাস্টা এ সংক্রান্ত একটি বিলে স্বাক্ষর করেছেন। এ আইনের আগে সেখানে মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামির দন্ড কার্যকর করা হতে লেথাল ইঞ্জেকশন প্রয়োগ করে। কিন্তু এই ইঞ্জেকশনের দুস্প্রাপ্যতার কারণে মৃত্যুদন্ড কার্যকর করার বিকল্প ব্যবস্থা হিসেবে ইলেক্ট্রিক চেয়ারে বসিয়ে বা ফায়ারিং স্কোয়াডে দিয়ে দন্ড কার্যকর করার বিধান রেখে আইনটি পাস করা হয়েছে। তবে সাউথ ক্যারোলিনার আইন অনুসারে মৃত্যুদন্ড কার্যকর করার ১৪ দিন আগে দন্ডপ্রাপ্ত আসামীর কাছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানতে চাইবে যে আসামি কোন পদ্ধতিতে তার দন্ড লাভ করতে ইচ্ছুক।
উল্লেখ্য, বর্তমানে সমগ্র যুক্তরাষ্ট্রে ফেডারেল ও স্টেট কারাগারগুলোতে প্রায় আড়াই হাজার মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি রয়েছে। অনেক স্টেটে শুধু বিষাক্ত ইঞ্জেকশন প্রয়োগ করে মৃত্যুদন্ড কার্যকর করার বিধান রয়েছে। কিন্তু যেসব স্টেটে ইঞ্জেকশন দিয়ে মৃত্যুদন্ড কার্যকর করার বিধান রয়েছে সেসব স্টেটেও ইঞ্জেকশনের দুস্প্রাপ্যতার কারণে মৃত্যুদন্ড প্রাপ্ত অনেক আসামির দন্ড কার্যকর করা সম্ভব হচ্ছে না। সাউথ ক্যারোলিনা ছাড়াও বর্তমানে ওকলাহোমা, মিসিসিপি ও ইউতাহতে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদন্ড কার্যকর করার বিধান রয়েছে।
Posted ১০:৫৬ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২০ মে ২০২১
Weekly Bangladesh | Weekly Bangladesh