বাংলাদেশ অনলাইন : | সোমবার, ২৩ আগস্ট ২০২১
ছবি : সংগৃহীত
সাকিব আল হাসান পরিবারের সঙ্গে সময় কাটাতে যুক্তরাষ্ট্রে গেছেন। স্বামী হিসেবে রোমান্টিক সাকিব এবার স্ত্রীকে নিয়ে গেছেন ৯৬ তলায় ঝলমলে এক রেস্টুরেন্টে। খবরটা খোদ ফাঁস করলেন উম্মে আহমেদ শিশির। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটি ছবিও পোস্ট করলেন সাকিবপত্নী।
যেখানে শিশির লিখলেন ডিনার ডেট, ‘যখন সে আমাকে রাতে ডেটে বের হওয়ার প্রস্তাব দিল, বলেছি অবশ্যই।’ সাকিব-শিশিরের এমন ফ্রেমবন্দী ছবি সাকিব ভক্তদের কাছে নতুন কিছু নয়। ডিনারের সেই প্রেম পর্বে দু’জন ধরা দিলেন দুই রঙয়ের পোশাকে। শিশির বেছে নিয়েছেন কালো রঙের পোশাক আর সাকিব পিংক।
ছবিটির মন্তব্যের ঘরে শুভকামনা আর শুভেচ্ছা বার্তায় ভেসে গেছেন- সাকিব-শিশির দম্পতি। মন্তব্যে একাধিক ভক্ত মজা করে জানতে চেয়েছেন ছবিটি কে তুলেছেন। ৯৬ তলায় তাঁদের এই ফ্রেমবন্দী ছবিটি কে তুলল এই নিয়ে ভক্তদের দারুণ কৌতূহল। কেউ আবার বাচ্চারা কোথায় তাও জানতে চেয়েছেন।
সাকিব অবশ্য খেলার বাইরে পরিবারের সঙ্গে সময়টা নিজের মতো করেই কাটান। দুই কন্যা, এক পুত্র আর স্ত্রীকে নিয়ে যুক্তরাষ্ট্রে সাকিব নিজের আরেকটা পৃথিবী সাজিয়েছেন। কদিন আগেও পরিবার নিয়ে বারবিকিউ আয়োজন করেছিলেন বাড়ির উঠানে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪-১ ব্যবধানে সিরিজ জয়ের পরই যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে উড়াল দিয়েছিলেন তিনি।
Posted ৫:১০ পূর্বাহ্ণ | সোমবার, ২৩ আগস্ট ২০২১
Weekly Bangladesh | Weekly Bangladesh