নিউইয়র্ক (ইউএনএ) : | বৃহস্পতিবার, ১০ আগস্ট ২০২৩
দীর্ঘ ১২ বছর যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করার পর আবদুস সামাদ আজাদ গত ৭ আগস্ট পূর্ণ সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব লাভ করেছেন। এ ব্যাপারে প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সিদ্ধান্তের কথা জানিয়ে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগৈর সভাপতি ড. সিদ্দিকুর রহমান সামাদ আজাদকে সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১১ সালের সেপ্টেম্বর মাসে নিউইয়র্ক সফরকালীন সময়ে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সর্বশেষ কমিটি গঠন করেন।
এই কমিটিতে ড. সিদ্দিকুর রহমান-কে সভাপতি ও সাজ্জাদুর রহমানকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়। পরবর্তীতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাজ্জাদুর রহমান সাজ্জাদ কেন্দ্রের নির্দেশে বহিষ্কৃত হলে সংগঠনের প্রথম যুগ্ম সম্পাদক নিজাম চৌধুরীর (ঢাকায় অবস্থানরত একটি ব্যাংকের চেয়ারম্যান) অনুপস্থিতিতে অপর যুগ্ম সম্পাদক আব্দুস সামাদ আজাদ-কে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয় কেন্দ্র থেকে। সেই থেকে সামাদ আজাদ ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
জানা গেছে, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ ও দলীয় প্রস্তুতি ঘিরে দলের বিশেষ বর্ধিত সভার আয়োজন করা হয়। ৬ আগস্ট রোববার প্রধানমন্ত্রীর সরকারী বাসভবন গণভবনে সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত এই সভা চলে। সভায় উপজেলা পর্যায় থেকে আওয়ামী লীগের কেন্দ্র পর্যন্ত শীর্ষ পর্যায়ের নেতা সহ জাতীয় সংসদ ও স্থানীয় সরকারের নির্বাচিত দলীয় জনপ্রতিনিধিরা অংশ নেন।
সভায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের পক্ষ থেকে সভাপতি ড. সিদ্দিকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম চৌধুরী ও কার্যকরী সদস্য সাহানা রহমান অংশ নেন। সভায় জেলা পর্যায়ের নেতাদের বক্তব্য পর্ব চলাকালে পিরোজপুর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কানাই লাল বিশ্বাস তার বক্তব্যে জানান যে হাকিম সাহেবের (এম এ হাকিম হাওলাদার) মৃত্যুর পরে তিনি ভারপ্রাপ্ত সেক্রেটারী হয়েছিলেন।
দয়া করে তাকে যেন ভারমুক্ত করা হয়। জবাবে দলীয় সভাপতি শেখ হাসিনা বলেন, আজকের সভায় সবার সম্মতিতে ভারমুক্ত করে দেওয়া হলো। পরবর্তীতে বক্তব্যের পালায় বান্দরবান জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লক্ষ্মী পদ দাশের নাম আসলে সভাপতি শেখ হাসিনা তার নাম ঘোষণার সময় বলে উঠেন- ‘এ-ও দেখছি ভারপ্রাপ্ত’। এরপরই তিনি নিজের ক্ষমতাবলে ঘোষণা দেন যে, ‘আজকে থেকে কোন ভারপ্রাপ্ত থাকবে না। সব ভারপ্রাপ্তরা ভারমুক্ত’।
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার উপরোক্ত ঘোষণার মধ্য দিয়ে দেশ ও প্রবাসের সকল ভারপ্রাপ্তরা ভারমুক্ত হন বলে দলীয় সূত্র জানায়।
আব্দুস সামাদ আজাদ ভারমুক্ত হওয়া প্রসঙ্গে ৭ আগস্ট সোমবার যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান এক বিবৃতিতে বলেছেন, ‘আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় গতকাল অগাষ্ট ৬ তারিখ দলীয় প্রধান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনৈক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের আবেদনের উত্তরে তাকে সহ ঘোষণার মাধ্যমে সকল ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকদের ভার মুক্ত করে দিয়েছেন। আমি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি হিসেবে বিশেষ বর্ধিত সভায় উপস্থিত ছিলাম।
উক্ত ঘোষণা মোতাবেক যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ ভারমুক্ত হয়েছেন। আজ অগাস্ট ৭ তারিখ থেকে আব্দুস সামাদ আজাদ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন। কার্যকরি কমিটির সকল সদস্যদের জনাব আব্দুস সামাদ আজাদকে সহযোগিতা করার জন্য আহবান জানাচ্ছি’।
Posted ১২:১৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১০ আগস্ট ২০২৩
Weekly Bangladesh | Weekly Bangladesh