বাংলাদেশ অনলাইন : | শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
ছবি : সংগৃহীত
এক ম্যাচ হাতে রেখেই ২০২৬ ফিফা বিশ্বকাপের টিকিট নিশ্চিত করলো মিশর। বুধবার রাতে কাসাব্লাংকায় আফ্রিকা অঞ্চলের বাছাইয়ের ম্যাচে জিবুতির বিপক্ষে ৩-০ গোলে জয় তুলে নেয় মিশরীয়রা। জোড়া গোল করে তাদের জয়ের নায়ক দলের বড় নক্ষত্র মোহাম্মদ সালাহ।
‘এ’ গ্রুপে চ্যাম্পিয়ন হয়েই বিশ্বকাপে খেলবে মিশর। গ্রুপের তুলনামূলক পুঁচকে দল জিবুতির বিপক্ষে জয় অনুমিতই ছিল সালাহদের। ম্যাচের অষ্টম মিনিটে ইব্রাহিম আদেলের গোলে এগিয়ে যায় মিশর। মিনিট ছয়েকের মধ্যে নিজের প্রথম গোলটি করেন লিভারপুল ফরোয়ার্ড সালাহ।
এরপর ৮৪তম মিনিটে নিজের দ্বিতীয় এবং দলের শেষ গোলটি করেন ৩৩ বছর বয়সী সালাহ। বাছাইপর্বের ৯ ম্যাচে ২৩ পয়েন্ট পাওয়া মিশর গোল করেছে ১৯টি, তার মধ্যে ৯টিই সালাহর। আফ্রিকা অঞ্চলের চলতি বাছাইপর্বে সর্বোচ্চ গোলদাতা তিনিই। এ জয়ের মধ্য দিয়ে ১৯তম দল হিসেবে আসন্ন বিশ্বকাপ নিশ্চিত করলো সালাহ। ৪৮ দলের কোটা পূর্ণ করতে বাকি আরও ২৭ দল। একই দিনে বিশ্বকাপের দূরত্ব কমিয়ে আনে ঘানা ও কেপ ভার্দে। মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রের বিরুদ্ধে ৫-০ গোলে জয় তুলে নিয়েছে ‘আই’ গ্রুপের শীর্ষ দল ঘানা। আগামী ১২ই অক্টোবর শেষ ম্যাচে কমরোসের সঙ্গে ড্র করলেই টিকিট পাবে তারা।
নিকট প্রতিদ্বন্দ্বী মাদাগাস্কার পয়েন্ট হারালে, শেষ ম্যাচে হারলেও উঠে যাবে ঘানা। আফ্রিকা থেকে তৃতীয় দল হিসেবে বিশ্বকাপে জায়গা করলো মিশর। এর আগে টিকিট নিশ্চিত করে মরক্কো এবং তিউনিসিয়া।
সুদীর্ঘ ইতিহাসে কেবল তিনবারই বিশ্বকাপে সুযোগ পায় মিশর। ১৯৩৪ বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ড পর্যন্ত যেতে পারে তারা। ১৯৯০ ও ২০১৮তে ছিটকে যায় গ্রুপ পর্ব থেকেই। ফিফা বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বড় আসরটির পর্দা উঠবে আগামী বছরের জুনে। স্বাগতিক দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের সঙ্গে আছে কানাডা ও মেক্সিকো। ইতিমধ্যে ২০২৬ বিশ্বকাপের অফিসিয়াল বল ট্রাইওন্ডা প্রকাশ করেছে ফিফা।
Posted ১১:২৫ পূর্বাহ্ণ | শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh