বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫ | ২৭ আষাঢ় ১৪৩২

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

জ্যামাইকায় বিশাল শোডাউন

সিটির মেয়র পদে মামদানিকে বাংলাদেশি কমিউনিটির সমর্থন

বাংলাদেশ রিপোর্ট :   |   বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫

সিটির মেয়র পদে মামদানিকে বাংলাদেশি কমিউনিটির সমর্থন

জোহরান মামদানি। ছবি : সংগৃহীত

নিউইয়র্ক সিটির মেয়র প্রার্থী জোহরান মামদানির প্রতি অকুন্ঠ সমর্থন জানিয়েছে নিউইয়র্কের বাংলাদেশী আমেরিকান কমিউনিটির বড় একটি অংশ। আগামী ২৪ জুন অনুষ্ঠেয় ডেমোক্র্যাটিক প্রাইমারীতে অন্যতম প্রার্থী জোহরান মামদানি। বয়সে তরুণ এবং সিটির ইতিহাসে প্রথম মুসলিম প্রার্থী জোহরান মামদানি তার নিকটতম প্রতিদ্বন্দ্বি নিউইয়র্কের সাবেক গভর্নর অ্যান্ড্রু ক্যুমোর জন্য বড় ধরণের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছেন।

বক্তব্য রাখছেন জোহরান মামদানি। সমাবেশে বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দসহ মেয়রপ্রার্থী জোহরান মামদানি। মেয়রপ্রার্থী জোহরান মামদানির সমর্থনে র‌্যালির একাংশ।

সর্বশেষ নির্বাচনী জরিপে মামদানি ক্যুমোকে ছাড়িয়ে যাচ্ছেন, এমনটিই চাউর আছে সংবাদ মাধ্যমে। স্যোশালিস্ট ডেমোক্র্যাট জোহরান মামদানির নির্বাচনী প্রচারণায় সাধারণ মানুষের দাবি-দাবি দাওয়া ও চাওয়া পাওয়ার বিষয়টি প্রাধান্য পাচ্ছে। নিউইয়র্ক সিটির বর্তমান অবস্থার প্রেক্ষিতে দ্রুত বাড়ছে জোহরান মামদানির জনপ্রিয়তা। প্রভাবশালী ডেমোক্র্যাট নেতা বার্নি সেন্ডারস সহ বিভিন্ন ডেমোক্র্যাট নেতা সমর্থন জানিয়েছেন মামদানিকে।

এক্ষেত্রে পিছিয়ে নেই বাংলাদেশী আমেরিকান কমিউনিটি। নিউইয়র্ক সিটির পাঁচটি বরোতেই বাংলাদেশী কমিউনিটি সরব এবং সচল হয়ে উঠেছে জোহরান মামদানির পক্ষে। সিটির বাংলাদেশী অধ্যুষিত এলাকাগুলোতে প্রতিদিনই নির্বাচনী সভা-সমাবেশ করছেন বাংলাদেশী নিউইয়র্কারগণ। জ্যামাইকা নিউইয়র্ক সিটির বাংলাদেশীদের অন্যতম অধ্যুষিত এলাকা।

গত ১৩ জুন, শুক্রবার বিকেলে স্থানীয় বাংলাদেশী কমিউনিটি জোহরান মামদানির সমর্থনে বিশাল একটি সমাবেশ আয়োজন করে। জ্যামাইকা মুসলিম সেন্টার সংলগ্ন ১৬৮ স্ট্রীটে আয়োজিত নির্বাচনী সমাবেশে অংশ নেন বিপুল সংখ্যক সমর্থক। সিটিবাসীর জীবন যাত্রার মানোন্নয়ন ও শ্রমজীবী মানুষের মজুরি বৃদ্ধি সহ একটি নিরাপদ শান্তিময় পরিবেশ সৃষ্টির জন্য জোহরান মামদানিকে ভোট দেয়ার আহ্বান জানান সমাবেশ আয়োজনকারীগণ।

সমাবেশে অংশ নিয়ে জোহরান মামদানি বলেন, নিউইয়র্ক সিটি সম্ভবত এবার একজন মুসলিম মেয়র পেতে যাচ্ছে। এটা সম্ভব হয়েছে আপনাদের মতো ৩৬ হাজার স্বেচ্ছাসেবী ক্যাম্পইনারের জন্য। অ্যান্ড্রু ক্যুমো ও তার রিপালিকান সমর্থকরা আমার ক্যাম্পেইন ও সম্ভাব্য জয়কে বাধাগ্রস্থ করতে মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করছেন। মামদানি আরো বলেন, আমরা মাত্র কয়েকদিনে ৮ মিলিয়ন ডলার ফান্ড রেইজ করেছি, যা সিটিতে নতুন রেকর্ড। ৭ মাসে আমার অবস্থান এখন অ্যান্ড্রু ক্যুমোর থেকে মাত্র ২ পার্সেন্ট ব্যবধান। আমার জয়ের কাছাকাছি দেখে অ্যান্ড্রু ক্যুমো ও তার রিপাবলিকান বিলিয়নাররা সমর্থকরা ঈর্ষান্বিত হয়ে মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করছেন।

গত সপ্তাহে রিপাবলিকান মাইকেল ব্লুমবার্গ ৫ মিলিয়ন ডলার দিয়েছেন ক্যুমোকে। তারা হয়তো ভুলে গেছেন নিউইয়র্ক সিটির ভোটারদের অর্থ দিয়ে প্রভাবিত করা যায় না, নিউইয়র্কাররা কখনো অর্থের কাছে হার মানে না। মামদানি আরো বলেন, নিউইয়র্ক সৌহার্দ্যরে সিটি।

নিউইয়র্কের বাসিন্দারা শান্তি ও নিরাপত্তা চায়। আমি মেয়র হলে এ সিটিতে সাশ্রয়ী আবাসান, ন্যায্যমূল্যের সিটি গ্রোসারি, বিনামূল্যে সিটির পরিবহন সেবা চালু করবো। অভিবাসী কমিউিনিটর সাথে আগেও যেরকম ছিলাম, মেয়র হলে অভিবাসীদের নিরাত্তায় সর্বোচ্চ কাজ করে যাবো।
‘জ্যামাইকা ফর জোহরান’ এর ব্যানারে আয়োজিত সমাবেশ ও মিছিলের গ্র্যান্ড মার্শাল ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আমীর খান। সার্বিক ব্যবস্থাপনা ও যোগাযোগে ছিলেন জেএমসি’র সেক্রেটারী আফতাব মান্নান ও জয়েন্ট সেক্রেটারি ফখরুল ইসলাম দেলোয়ার ।

তাদের উপস্থাপনায় সমাবেশে বক্তব্য রাখেন আমীর খান, ডাঃ ওয়াহিদুর রহমান, ডাঃ নাজমূল খান, ডাঃ মাহমুদুর রহমান, ডাঃ সিদ্দিকুর রহমান, ইমাম দেলোয়ার হোসেন, ইমাম শামসী আলী, মুফতি আবদুল মালেক, কমিউনিটি নেতা শাহ নেওয়াজ, গিয়াস আহমেদ, ডা. আতাউল ওসমানী, তরিকুর রহমান, আরমান চৌধুরী, ডাঃ ওয়াদুদ ভূইয়া, ইমাম আজীম খান ও নতুন প্রজন্মের বেশ কয়েকজন শিক্ষার্থী।

বক্তাগণ মেয়র প্রার্থী জোহরান মামদানির প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করে প্রাইমারী বাছাই পর্বের নির্বাচনে তাকে ভোট দেয়ার আহ্বান জানান। তারা বলেন, নিউইয়র্ক সিটির ৩৬০ বছরের ইতিহাসে এবারের মেয়র নির্বাচন মাইল ফলক হয়ে থাকবে। বিশেষ করে তরুণ জোহরান মামদানির প্রার্থীতা ভিন্ন মাত্রা সংযোজন করেছে। বক্তাগণ জোহরান মামদানীকে সবচেয়ে যোগ্য প্রার্থী আখ্যা দিয়ে তার সমর্থনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার ্আহ্বান জানান। তারা বলেন, নিউইয়র্ক সিটিকে বর্তমান অবস্থা থেকে উদ্ধার করে সবার জন্য নিরাপদ নগরীতে পরিণত করতে হলে জোহরান মামদানীর কোন বিকল্প নেই। সাধারণ মানুষের শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা, কর্মসংস্থানের ক্ষেত্রে জোহরান মামদানির যুগান্তকারী কর্মসূচীর প্রশংসা করেন বক্তাগণ।

একমাত্র মুসলিম প্রার্থী এবং ফিলিস্তিন ইস্যুতে তার মানবিক অবস্থান নিউইয়র্কবাসীর জন্য অত্যন্ত মর্যাদাকর বলে অভিহিত করেন তারা। বক্তাগণ জানান আগের নির্বাচনে কমিউনিটির লোকজনের ভোটের আগ্রহ কম ছিলো। কারণ তার কোনদিন নিজের পছন্দের প্রার্থী খোঁজে পাননি। এবার সেটা ভিন্ন।

তাদের মনোননীত প্রার্থী এবার আছে। সবার ভোটে এবার নিউইয়র্ক সিটিতে ইতিহাস হবে। আগামী ২৪ জুন, মঙ্গলবার সবাইকে ভোট কেন্দ্রে উপস্থিত হওয়ার উদাত্ত আহ্বান জানান বক্তাগণ। তারা বলেন, কমিউনিটির অকৃত্রিম বন্ধু হিসেবে জোহরান মামদানীকে ভোট দিন। সমাবেশ শেষে জোহরান মামদানিকে নিয়ে একটি র‌্যালি জ্যামাইকার সড়ক প্রদক্ষিণ করে।

Posted ১২:১৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.