বাংলাদেশ রিপোর্ট : | বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১
সিটি কাউন্সিল ডিষ্ট্রিক্ট ২৭ এ প্রার্থী আল-হাসান কানু
আগামী ২২ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে নিউইয়র্ক সিটির ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচন। ইতোমধ্যে গত ১২ জুন থেকে শুরু হয়ে গেছে প্রাইমারীতে আগাম ভোট দান প্রক্রিয়া, যা চলবে আগামী ২০ জুন পর্যন্ত। ডেমোক্রেটিক প্রাইমারীতে সিটি কাউন্সিল ডিষ্ট্রিক্ট-২৭ থেকে কাউন্সিলম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন কমিউনিটির পরিচিত মুখ ও মূলধারার রাজনীতিক আল-হাসান কানু। ডিষ্ট্রিক্ট ২৭ এর আওতায় যে এলাকাগুলো রয়েছে, সেগুলো হচ্ছে; জ্যামাইকা, হলিস্, সেন্ট আলবান্স, কেম্ব্রিয়া হাইট্স, স্প্রিংফিল্ড গার্ডেন্স এবং কুইন্স ভিলেজের কিছু অংশ। নির্বাচন প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই আল-কানু নির্বাচনী এলাকায় ব্যাপক গণসংযোগ করে যাচ্ছেন। তিনি তার নির্বাচনী এজেন্ডার পক্ষে জনসমর্থন আদায়ের উদ্দেশে সভা-সমাবেশ করেছেন, ফ্লায়ার বিতরণ করেছেন, অনলাইনে ভোটারদের কাছে তার প্রচারপত্র পাঠিয়েছেন এবং অনেক ক্ষেত্রে সরাসরি উপস্থিত হয়েছেন ভোটারদের কাছে এবং তাদের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পেয়েছে। তিনি অত্যন্ত আশাবাদী যে, ভোটাররা তার গণমুখী, কল্যাণকর ও সিটির উন্নয়নমূলক এজেন্ডাগুলোকে বাস্তবে রূপ দেয়ার জন্য তাকে সিটি কাউন্সিলে দেখতে চান।
যেসব সমস্যা নিয়ে আল হাসান কাজ করবেন, সেগুলোর অন্যতম হচ্ছে, সিটির পাবলিক সেক্টর শিক্ষার মান, সিটির অপরাধ দূর করার জন্য অতিরিক্ত পুলিশ প্রহরার ব্যবস্থা, এনওয়াইপিডি ও কমিউনিটির মধ্যে সম্পর্ক উন্নয়ন, হেট ক্রাইম এর বিরুদ্ধে কঠোর আইন তৈরী, সিটির পার্ক এবং রাস্তাঘাট সংস্কার, দক্ষিণ এশিয়ান কমিউনিটির জন্য সিনিয়র সেন্টার তৈরী, সিটির পাবলিক স্কুলগুলোতে হালাল ফুডের ব্যবস্থা এবং উন্নত স্বাস্থ্যসেবার ব্যবস্থা করা। আল-হাসান কানু বলেছেন, নির্বাচন ঘিরে আমি মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি, ভোটারদের আন্তরিকতাও দেখছি। তিনি জানান, কমিউনিটির সাধারণ মানুষ তার জন্য কাজ করছেন যার যার অবস্থান থেকে। উল্লেখ্য, আল-কানু সিটি কাউন্সিলে ১৫ বছর কাজ করে বিপুল অভিজ্ঞতা অর্জন করেছেন এবং তিনি একজন নিবেদিত সমাজকর্মী। তিনি জয়ী হলে আমাদের কমিউনিটি উপকৃত হবে বলে মন্তব্য করেছেন আরাফা ইসলামিক সেন্টারের সেক্রেটারী জেনারেল খন্দকার তরিকুল ইসলাম। আল-হাসান কানুর প্রার্থিকাকে এনডোর্স করেছেন বর্তমান সিটি কাউন্সিল মেম্বার আই ডেনিক মিলার ও সাবেক কাউন্সিল মেম্বার লেরয় কোমরি, যিনি বর্তমানে স্টেট সিনেটরের দায়িত্ব পালন করছেন।
Posted ১২:৩৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১
Weekly Bangladesh | Weekly Bangladesh