বাংলাদেশ অনলাইন : | শুক্রবার, ২০ জুন ২০২৫
চীনা প্রেসিডেন্ট সি চিন পিং ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: এএফপি
ফোনালাপে চীনের প্রেসিডেন্ট সি চিনপিং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বলেছেন, ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির জন্য চাপ দেওয়া তাঁদের সবচেয়ে ‘অগ্রাধিকার’। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া ফোনালাপের বিবরণ অনুযায়ী, সি বলেছেন, সংঘর্ষের পক্ষগুলো, বিশেষ করে ইসরায়েলকে, পরিস্থিতি আরও খারাপ হওয়া থেকে রোধ করতে এবং যুদ্ধের বিস্তার এড়াতে যত তাড়াতাড়ি সম্ভব শত্রুতামূলক কার্যকলাপ বন্ধ করা উচিত।
সি আরও বলেন, সংঘর্ষের পক্ষগুলোর ওপর বিশেষ প্রভাব বিস্তারকারী প্রধান দেশগুলোর—সম্ভবত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি ইঙ্গিত করেছেন—এই সংঘাত বন্ধ করতে কাজ করা উচিত এবং এটিকে প্রসারিত হতে দেওয়া উচিত নয়। তিনি জোর দিয়ে বলেন, কেবল ‘আলোচনা ও সমঝোতা’ যুদ্ধ বন্ধ করতে পারে। উল্লেখ্য, সি-এর বক্তব্যে সংঘাতের জন্য কে দায়ী তা নিয়ে কোনো মন্তব্য নেই।
তবে, চলতি সপ্তাহে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং ওমানের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে ফোনালাপের সময় বেইজিং আরও স্পষ্ট ছিল। সে সময় ইসরায়েলের ইরান আক্রমণকে ‘আন্তর্জাতিক আইন ও নিয়মের লঙ্ঘন’ এবং ইরানের সার্বভৌমত্বের জন্য হুমকি হিসেবে বর্ণনা করা হয়েছিল।
Posted ১০:৪০ পূর্বাহ্ণ | শুক্রবার, ২০ জুন ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh