নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
বাংলাদেশ সোসাইটির সবর্ণ জয়ন্তী পালন করা হবে আগামী ২ নভেম্বর। গৌরবেন ৫০ বছরের অনুষ্ঠানটি অভিজাত হোটেল টেরেস অন দ্যা পার্কে অনুষ্ঠিত হবে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, অনুষ্ঠান শুরু হবে বিকেল ৪টায় এবং তা চলবে রাত ১১ টা পর্যন্ত। অনুষ্ঠানে থাকবে আলোচনা, স্মৃতিচারণ এবং সাংস্কৃ তিক অনুষ্ঠান। এই উপলক্ষ্যে একটি আহবায়ক কমিটি গঠন করা হয়।
কমিটির আহবায়ক মহিউদ্দিন দেওয়ান এবং সদস্য সচিব আবুল কালাম ভূইয়া। চেয়ারম্যান সাবেক সভাপতি ডা. মইনুল ইসলাম মিয়া এবং সার্বিক তত্ত্বাবধানে থাকবেন বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান শাহ নেওয়াজ। তাকে সহযোগিতা করবেন সভাপতি আতাউর রহমান সেলিম এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীসহ কার্যকরি এবং আহবায়ক কমিটির সদস্যরা। এদিকে অনুষ্ঠানে যোগ দিতে ৯০০ মানুষ নিবন্ধন করেছেন। ইতিমধ্যে নিবন্ধনের সময় শেষ হয়ে গেছে। ২০ অক্টোবর ছিল নিবন্ধনের শেষ দিন। অনুষ্ঠানস্থলে বসার ব্যবস্থা রয়েছে ৭৫০ জনের, ইতিমধ্যে ৯০০ জন নিবন্ধন করে ফেলেছেন। আরও বিপুলসংখ্যক মানুষ সোসাইটির সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে যোগ দিতে চাইলেও স্থান সংকুলানের অভাবে আয়োজকেরা আর নিবন্ধনের সুযোগ দিতে পারছেন না। নিবন্ধনকৃত অতিথি ছাড়াও রয়েছেন আমন্ত্রিত কিছু অতিথি।
জানা গেছে, নিবন্ধন ফি জনপ্রতি ধরা হয়েছে ৫০ ডলার। যদিও বসার আসন, খাবারসহ জনপ্রতি খরচ হবে ১২০ ডলারের বেশি। ৯০০ মানুষের আসন ও খাবার বাবদ খরচ হচ্ছে ১ লাখ ৮ হাজার ডলার। নিবন্ধন বাবদ ইতিমধ্যে আদায় হয়েছে ৪৫ হাজার ডলার। আরও লাগবে ৬৩ হাজার ডলার। এর মধ্যে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান শাহ নেওয়াজ দিয়েছেন ১০ হাজার ডলার। আর কয়েকজন স্পন্সর দিয়েছেন ১৪ হাজার ডলার। সব মিলিয়ে ৬৯ হাজার ডলার জোগাড় হয়েছে। বাকি ৩৯ হাজার ডলার জোগাড়ের চেষ্টা চলছে।
সোসাইটির এক নেতা বলেন, প্রত্যেক মানুষের পেছনে ১২০ ডলার খরচ ছাড়াও রয়েছে উপহার প্রদানের বিষয়টি। ১২০ পৃষ্ঠার একটি স্মরণিকা প্রকাশ করা হবে। সব মিলিয়ে খরচ আরও বাড়বে। আমরা বলেছিলাম জনপ্রতি চাঁদা ৫০ ডলার না করে ১০০ ডলার করার জন্য। ১০০ ডলার করা হলে ৯০০ জনের নিবন্ধনের মাধ্যমেই উঠত ৯০ হাজার ডলার। স্পন্সর পাওয়া গেছে ২৪ হাজার ডলার। তাতে ১ লাখ ১৪ হাজার ডলার হয়ে যেত। সোসাইটির পকেট থেকে কোনো অর্থ দিতে হতো না। বরং আরও কিছু অর্থ স্মরণিকাতে বিজ্ঞাপন বাবদ ও স্পন্সর বাবদ উঠত। সব মিলিয়ে অনুষ্ঠানটি করা সহজ হতো। সোসাইটির ফান্ডেও কিছু অর্থ জমা করা যেত।
আরেকজন নেতা বলেন, আসলে অনেক বড় এবং নামীদামি হলে অনুষ্ঠান করা হচ্ছে। ফলে খরচ একটু বেশি পড়ছে। তবে ভালো অনুষ্ঠান করার জন্য ভালো হলও প্রয়োজন। ১০০ ডলার করে নিবন্ধন ফি ধরা হলে তেমন কোনো বেগ পেতে হতো না। তবে অভিজ্ঞতার বিকল্প নেই। এবার সবার একটি ধারণা হবে। আগামী দিনে এ ধরনের বড় অনুষ্ঠান করতে গেলে জনপ্রতি ১০০ ডলারই নিবন্ধন ফি ধরতে হবে।
Posted ১১:৩০ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh