বাংলাদেশ অনলাইন : | রবিবার, ৩০ মার্চ ২০২৫
কাবা শরিফ ঈদের নামাজ। ছবি : সংগৃহীত
৩০ মার্চ (রবিবার) ঈদুল ফিতর উদযাপন করছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, কুয়েতসহ ১১টি মুসলিম দেশ। এদিকে, মিসর, সিরিয়া, ওমান, ইন্দোনেশিয়া এবং অন্যান্য দেশে সোমবার ঈদ উদযাপন হবে।
২৯ মার্চ (শনিবার) ১১টি দেশে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার পর ঈদ উদযাপন শুরু হয়েছে। তবে কিছু দেশে, যদি চাঁদ না দেখা যায়, তখন মঙ্গলবার ঈদ উদযাপিত হবে।
মধ্যপ্রাচ্যের সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, তুরস্ক, ফিলিস্তিনসহ কয়েকটি দেশ থেকে জানানো হয়, সেখানে চাঁদ দেখা গেছে, তাই আজ রবিবার ঈদ হবে। অন্যদিকে, মিসর, সিরিয়া, মরক্কো, তিউনিশিয়া ও লিবিয়ার ধর্মীয় কর্তৃপক্ষ জানিয়েছে, রবিবার ৩০ রমজান পূর্ণ হবে, তাই তারা আগামীকাল ঈদ উদযাপন করবেন।
বিশ্বের সবচেয়ে জনবহুল মুসলিম দেশ ইন্দোনেশিয়া জানিয়েছে, তাদের দেশে ঈদ হবে সোমবার। পাকিস্তান, মালয়েশিয়া, ব্রুনেই, ভারত এবং অস্ট্রেলিয়াতেও সোমবার ঈদ উদযাপন হবে।
ইরাকে, সুন্নি ও শিয়া কর্তৃপক্ষের মধ্যে ঈদ উদযাপনের বিষয়ে বিভেদ রয়েছে। সুন্নি এনডাওমেন্ট অফিস এবং শিয়া ধর্মীয় নেতা গ্রান্ড আয়াতুল্লাহ আলি আল সিস্তানির অফিস জানিয়েছে, ইরাকে সোমবার ঈদ হবে। তবে কুর্দিস্তান অঞ্চলে শনিবারই ঈদ উদযাপনের ঘোষণা দেওয়া হয়েছে।
আজ যে ১১টি দেশ ঈদ উদযাপন করছে সেগুলি হলো- সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত, তুরস্ক, ইয়েমেন, ফিলিস্তিন, সুদান, লেবানন (সুন্নি কর্তৃপক্ষ) ও ইরাক (কুর্দিস্তান আঞ্চলিক সরকার)।
আর যেসব দেশ সোমবার ঈদ উদযাপন করবে, সেগুলি হল- ওমান, মিসর, সিরিয়া, জর্ডান, মরক্কো, ইন্দোনেশিয়া, পাকিস্তান, মালয়েশিয়া, ব্রুনেই, ভারত, অস্ট্রেলিয়া, ইরাক (সুন্নি ও শিয়া কর্তৃপক্ষ), তিউনিশিয়া ও লিবিয়া।
Posted ১০:৩৭ পূর্বাহ্ণ | রবিবার, ৩০ মার্চ ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh