বাংলাদেশ ডেস্ক | শুক্রবার, ০২ ফেব্রুয়ারি ২০২৪
অভ্যন্তরীণ শ্রমবাজার নিয়ন্ত্রণের অংশ হিসেবে গৃহকর্মীদের জন্য বাধ্যতামূলক বীমা চালু করেছে সৌদি আরব। বৃহস্পতিবার (০১ ফেব্রুয়ারি) থেকে দেশটির নতুন গৃহকর্মী চুক্তি কার্যকর হচ্ছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দুবাইভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ।
সৌদি মানবসম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, পরিষেবাটি গার্হস্থ্য শ্রম চুক্তির প্রথম দুই বছরের জন্য প্রযোজ্য। এরপর নিয়োগকর্তার জন্য এই বীমা ঐচ্ছিক হবে। অপরদিকে এই চুক্তিতে কর্মচারীর অনুপস্থিতি, পলায়ন, মৃত্যু বা পঙ্গু রোগের কারণে অক্ষমতার ক্ষেত্রে নিয়োগকর্তা ক্ষতিপূরণ পাওয়ার অধিকারী হবে।
গত অক্টোবরে গৃহকর্মী নিয়োগে নতুন নিয়ম চালু করে সৌদি। সে সময় শ্রমিকদের ন্যূনতম বয়স ২১ বছর নির্ধারণ করা হয়। এছাড়া গৃহকর্মীর দৈনিক কর্মঘণ্টা ১০ ঘণ্টা এবং সাপ্তাহিক বেতনসহ ২৪ ঘণ্টা বিশ্রামের সুবিধা রাখা হয়েছে নিয়মে।
নতুন নিয়মের উদ্দেশ্য হলো দুর্ঘটনার ফলে সম্পূর্ণ বা আংশিক দুর্বলতার জন্য ক্ষতিপূরণ, নিয়োগকর্তার মৃত্যু বা অক্ষমতার জন্য মজুরি এবং অন্য আর্থিক অধিকার দিতে ব্যর্থ হলে ক্ষতিপূরণসহ গৃহকর্মীর অধিকার সংরক্ষণ করা।
সৌদিতে গৃহকর্মীর মধ্যে অন্তর্ভুক্ত আছে গৃহকর্মী, ড্রাইভার, পরিচ্ছন্নতাকর্মী, রাঁধুনী, নিরাপত্তারক্ষী, কৃষক, নার্স, গৃহশিক্ষক এবং আয়া।
Posted ৮:১৮ পূর্বাহ্ণ | শুক্রবার, ০২ ফেব্রুয়ারি ২০২৪
Weekly Bangladesh | Weekly Bangladesh