নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ০৮ এপ্রিল ২০২১
স্টেট বিএনপির স্বাধীনতা র্যালি অনুষ্ঠিত
বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বর্ণাঢ্য এক র্যালিসহ সমাবেশ করেছে নিউইয়র্ক স্টেট বিএনপি। গত রোববার সন্ধ্যায় নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে এই সমাবেশ করা হয়। বাংলাদেশের জাতীয় পতাকা হাতে এবং বিএনপির কর্মসূচির স্লোগান লেখা ‘টি শার্ট’ পরে নেতা-কর্মীদের এই র্যালি ভিনদেশীদের কৌতুহল বাড়িয়েছিল। উল্লেখ্য, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনে একটি কমিটির অপেক্ষায় থাকা নেতা-কর্মীরা এক ধরনের হতাশার মধ্যেই এই কর্মসূচি পালন করলেন।
স্টেট বিএনপির সভাপতি মাওলানা অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমানের সভাপতিত্বে এই র্যালির সঞ্চালনা করেন সেক্রেটারি সাঈদুর রহমান। প্রধান বক্তা বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক আন্তর্জাতিক সম্পাদক গিয়াস আহমেদ বলেন, ‘গোটা দেশটি আজ কারাগারে পরিণত হয়েছে। এথেকে মুক্তির জন্যে ১/১১ এর চেতনায় প্রবাস থেকেই সোচ্চার হতে হবে বিএনপির নেতা-কর্মীদেরকে।’ প্রধান অতিথি যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান বলেছেন, ‘সকলকে ঐক্যবদ্ধ থেকে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন বেগবান করতে হবে।’ নিউইয়র্ক স্টেট বিএনপির প্রধান উপদেষ্টা জসীমউদ্দিন (সাবেক ভিপি) বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনার সত্যিকারের দল হচ্ছে বিএনপি। অথচ সেই দলের প্রধানকে সরকার জিম্মি করে রেখেছে।’
স্টেট বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কাজী আসাদুল্লাহ বলেন, ‘স্বাধীনতার ৫০ বছর পরও বাংলাদেশের মানুষকে বাক-ব্যক্তির স্বাধীনতার জন্যে লড়াই করতে হচ্ছে। গণতন্ত্রের জন্য রক্ত ঝরছে।’ কর্মসূচিকে ব্যাপকভাবে সাফল্যমন্ডিত করার জন্যে সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে সমাপনী বক্তব্য দেন সংগঠনের সভাপতি মাওলানা অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান। চমৎকার এ আয়োজনে নেতৃবৃন্দের মধ্যে আরো ছিলেন জাতীয়তাবাদি ফোরামের নেতা নাসিম আহমেদ, স্টেট বিএনপির ভাইস প্রেসিডেন্ট হাবিবুর রহমান, যুগ্ম সম্পাদক দেওয়ান কাওসার, সাংগঠনিক সম্পাদক হুমায়ূন কবীর, বিএনপি নেতা মার্শাল মুরাদ, বীর মুক্তিযোদ্ধা মশিউর রহমান ও এম এ মান্নান।
Posted ১০:৫৪ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৮ এপ্রিল ২০২১
Weekly Bangladesh | Weekly Bangladesh