বাংলাদেশ ডেস্ক | শনিবার, ০৬ জুলাই ২০২৪
ছবি: সংগৃহীত
৫১তম মিনিটে লিড নিলো স্পেন। ৮৯তম মিনিটে সেটা শোধ করে সমতায় ফিরলো জার্মানি। এতে খেলা গড়ালো অতিরিক্ত সময়ে। যেখানে প্রথমার্ধে আর কেউ গোল করতে পারলো। ম্যাচের একদম অন্তিম মুহূর্তে ১১৯তম মিনিটে গোল করে নাটকীয় জয় তুলে নিলো স্প্যানিশরা। এই জয়ে স্বাগতিক জার্মানিকে বিদায় করে চলতি ইউরোর সেমিফাইনালে উঠলো স্পেন।
স্টুটগার্টে শুক্রবার প্রথম কোয়ার্টার-ফাইনালে জার্মানির বিপক্ষে অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচটি ২-১ গোলে জিতেছে স্পেন। পুরো ম্যাচে ৪৮ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য মোট ১৮টি শট নেয় স্পেন, যার ৬টি ছিল লক্ষ্যে। আর প্রথমার্ধে গোলের জন্য মাত্র তিনটি শট নেওয়া জার্মানি বাকি সময়ে শট নেয় আরও ২০টি, লক্ষ্যে ছিল ৫টি।
অষ্টম মিনিটে বড় এক ধাক্কা খায় স্পেন। জার্মান মিডফিল্ডার টনি ক্রুসের ট্যাকলে চোট পেয়ে মাঠ ছাড়েন মিডফিল্ডার পেদ্রি। তার বদলি নামেন দানি ওলমো।
ইউরোর ইতিহাসে দ্রুততম বদলির ঘটনা এটিই।
৫১তম মিনিটে ‘ডেডলক’ ভাঙেন পেদ্রির বদলি নামা ওলমো। বক্সে ইয়ামালের দারুণ পাস ছুটে গিয়ে প্রথম স্পর্শে ডান পায়ের শটে ঠিকানা খুঁজে নেন লাইপজিগ ফরোয়ার্ডর্ধ। নির্ধারিত সময়ের এক মিনিট বাকি থাকতে সমতায় ফেরে স্বাগতিক শিবির। মাক্সিমিলিয়ানের ক্রসে দূরের পোস্টে লাফিয়ে দারুণ হেডে বল ভেতরে পাঠান জসুয়া কিমিখ, এরপর ফ্লোরিয়ান ভিরৎজের শট পোস্টে লেগে জালে জড়ায়।।
এরপর ম্যাচ গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে। সেখানেও গোলের দেখা মিলছিল না। ম্যাচ টাইব্রেকারে গড়াবে বলে মনে হচ্ছিল যখন, ঠিক তখনই জার্মানির জালে বল পাঠান মেরিনো। ওলমোর ক্রসে বক্সে ফাঁকায় হেডে লক্ষ্যভেদ করেন ৮০তম মিনিটে বদলি নামা এই মিডফিল্ডার।
Posted ৫:২৯ পূর্বাহ্ণ | শনিবার, ০৬ জুলাই ২০২৪
Weekly Bangladesh | Weekly Bangladesh