বাংলাদেশ ডেস্ক : | শুক্রবার, ০৩ জুলাই ২০২০
হংকং ইস্যুতে যুক্তরাষ্ট্রকে পাল্টা হুমকি দিয়েছে চীন। তারা বলেছে, যুক্তরাষ্ট্র যদি চীনা কর্মকর্তাদের সঙ্গে কার্যক্রম চালিয়ে নেয়া ব্যাংকগুলোকে শাস্তি দেয়ার প্রস্তাব আরো এগিয়ে নেয়, তাহলে প্রয়োজনীয় সব পাল্টা ব্যবস্থা নেবে চীন।
উল্লেখ্য, হংকং ইস্যুতে জাতীয় নিরাপত্তা আইন পাস করেছে চীন। এরপর তার প্রয়োগ শুরু হয়েছে। এর নিন্দা জানানো হয়েছে পশ্চিমা শক্তিধর দেশগুলো থেকে। আগে থেকেই যুক্তরাষ্ট্র হুঁশিয়ারি দিয়েছে। বলেছে, এই আইন করা হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। হংকং যে বিশেষ মর্যাদা পায় তা তুলে নেয়া হবে।
এরই মধ্যে গত ২ জুলাই মার্কিন কংগ্রেসের নিম্ন কক্ষ বলে পরিচিত প্রতিনিধি পরিষদে একটি অবরোধ প্রস্তাব পাস হয় সর্বসম্মতিক্রমে। এর অধীনে হংকংয়ে গণতন্ত্র বিরোধী কর্মকাণ্ড চীনের যেসব কর্মকর্তা জড়িত তাদের সঙ্গে যেসব ব্যাংক লেনদেন করবে তাদের বিরুদ্ধে অবরোধ দেয়া হবে। প্রস্তাবটি পাস হওয়ার পর এখন পাঠানো হবে সিনেটে। সেখান থেকে যাবে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের কাছে। এর জবাবে শুক্রবার চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেসের ফরেন অ্যাফেয়ার্স কমিটি বলেছে, যুক্তরাষ্ট্রের এই উদ্যোগ চীনের আভ্যন্তরীন বিষয়ে ভয়াবহভাবে হস্তক্ষেপ এবং আন্তর্জাতিক আইনের মারাত্মক লঙ্ঘন।
Posted ১০:৩৭ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৩ জুলাই ২০২০
Weekly Bangladesh | Weekly Bangladesh