বাংলাদেশ অনলাইন : | সোমবার, ২৪ মার্চ ২০২৫
ছবি : সংগৃহীত
বসুন্ধরা ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) ম্যাচে খেলতে নেমে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন তামিম ইকবাল। ২৩ মার্চ সকালে ফিল্ডিংয়ে নামলে বুকে ব্যথা অনুভব করেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক। তখনই সাভারের একটি হসপিটালে এবং পরে হেলিকাপ্টার যোগে ঢাকার একটি হাসপাতালে নেওয়ার কথা ছিল তামিমকে। কিন্তু বাঁহাতি এই ওপেনারের অবস্থা গুরুতর হওয়ায় ঢাকায় নেওয়া সম্ভব হয়নি।
মোহামেডান দলের ফিজিও এনামুল হক বলেন, ‘সকালে আমরা যখন মাঠে এলাম, সব ঠিকই ছিল। মাঠে নামার পর সে অসুস্থ হয়ে পড়ে। বলল বুকে ব্যথা করছে। আমরা দেরি না করে শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে নিয়েছিলাম। পরে সিদ্ধান্ত হয় ঢাকায় নেওয়ার।’
Posted ১২:৪৫ অপরাহ্ণ | সোমবার, ২৪ মার্চ ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh