বাংলাদেশ অনলাইন : | সোমবার, ১৬ নভেম্বর ২০২০
বিয়ের আনুষ্ঠানিকতার পরই মধুচন্দ্রিমা সারতে স্বামী গৌতম কিচলুকে নিয়ে মালদ্বীপে উড়াল দিয়েছেন ভারতের দক্ষিণী অভিনেত্রী কাজল আগরওয়াল। সামাজিক যোগাযোগমাধ্যমে কাজল সেসব ছবি শেয়ার করছেন নিয়মিত।
এবার কাজলের ইনস্টাগ্রামে দেখা গেল সাঁতার কাটার বেশ কয়েকটি ছবি। সেখানে দেখা যাচ্ছে, কাজল-কিচলু একে অপরের দিকে এগিয়ে চলেছেন।
সেসবের একটি ছবির ক্যাপশনে কাজল লিখেছেন, ‘সমুদ্রে একা থাকুন। কারণ, এখানে আপনি যে প্রশ্নগুলো বুঝতে পারবেন না, তার উত্তর পাবেন।’ অন্য একটি ছবির ক্যাপশনে কাজল লিখেছেন, ‘আমি সাগরকে ভালোবাসি। আমি সব সময় নীল; তাই প্রশান্ত, শান্তিপূর্ণ ও গ্লাইডিং। আর এর ভয়…।’
গত আগস্টে বিলিয়নেয়ার ব্যবসায়ী গৌতমের সঙ্গে গোপনে আংটিবদলের খবর রটেছিল কাজল আগরওয়ালের। সে সময় এই অভিনেত্রী মুখ খোলেননি। কয়েক বছর ধরে তেলেগু ইন্ডাস্ট্রির রানা দাগ্গুবতি, প্রভাসসহ অনেকের নাম তাঁর পাশে উচ্চারণ হয়েছে। তবে পরে সেসব গুঞ্জন ধোপে টেকেনি।
Posted ৯:৩২ পূর্বাহ্ণ | সোমবার, ১৬ নভেম্বর ২০২০
Weekly Bangladesh | Weekly Bangladesh