শনিবার, ১৫ নভেম্বর ২০২৫ | ৩০ কার্তিক ১৪৩২

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

হামলার ৮ বছর : ঢাকায় হলি আর্টিজানে কী ঘটেছিল সেদিন?

বাংলাদেশ অনলাইন :   |   সোমবার, ০১ জুলাই ২০২৪

হামলার ৮ বছর : ঢাকায় হলি আর্টিজানে কী ঘটেছিল সেদিন?

ফাইল ছবি

১ জুলাই (সোমবার) স্বাধীন বাংলাদেশের ইতিহাসে ঘটে যাওয়া না ভোলার মতো একটি দিন। আজ থেকে ৮ বছর আগে এই দিনটিতে ঘটেছিল ইতিহাসের ন্যাক্কারজনক এক ঘটনা। রাজধানীর গুলশানের হলি আর্টিজান নামে একটি বেকারিতে জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছিলেন ২ পুলিশ সদস্যসহ ২০ জন। এ ঘটনায় নিহত ২০ জনের মধ্যে ৯ জন ইতালীয়, ৭ জন জাপানি এবং ৩ জন ভারতীয় নাগরিক ছিলেন। বাকি একজন ছিলেন বাংলাদেশের নাগরিক। এছাড়াও আহত হন কয়েকজন পুলিশ সদস্যও।

পৃথিবীতে প্রতিনিয়তই বেড়ে চলেছে ধর্মীয় উগ্রবাদ। প্রায়ই দেশি বিদেশি গণমাধ্যমের খবরের পাতায় উঠে আসে পৃথিবীর বিভিন্ন স্থানে জঙ্গি হামলার খবর। বাংলাদেশের অভ্যন্তরেও জঙ্গিবাদের বিচ্ছিন্ন ঘটনা ঘটতো প্রায়শই। তবে দেশের ইতিহাসের সবচেয়ে মর্মন্তদ ঘটনাটি ঘটে ২০১৬ সালের আজকের দিনে। বাংলাদেশে জঙ্গিদের চালানো হামলাগুলোর মধ্যে এখনও পর্যন্ত এই হলি আর্টিজান ট্র্যাজেডিকেই সবচেয়ে বড় হামলা বলে বিবেচনা করা হয়। সেসময় এই হামলার বিশ্বব্যাপী ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছিলো।

রাজধানীর গুলশান-২ এর ৭৯ নম্বর রোডে অবস্থিত হলি আর্টিজান বেকারিটি দেশি বিদেশি কূটনীতিকদের কাছে খুবই জনপ্রিয় একটি স্থান ছিলো। স্বভাবতই সন্ধ্যার পর অবসর সময় কাটাতে কিংবা খোশগল্প করতে সেখানে কূটনীতিকদের ভিড় বাড়তো। ২০১৬ সালের ১ জুলাইয়ের সন্ধ্যাটিও ছিলো এমনই একটি সন্ধ্যা।

তবে, সেদিনের সন্ধ্যাটি পরবর্তীতে হয়ে উঠেছিলো বিভীষিকাময়। রাতে অস্ত্র হাতে হলি আর্টিজানে ঢুকে পড়েছিল ৫ জঙ্গি। রেঁস্তোরায় ঢুকেই তারা চালাতে থাকে নৃশংসতা। যে নৃশংসতার বলি হন বাংলাদেশিসহ ২০ বিদেশি নাগরিক। জিম্মি করে রাখা হয় সেখানে থাকা অন্যান্যদেরকেও।

খবর পেয়ে ছুঁটে যায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। শুরুতে ৯ টা ২০ মিনিটে প্রাথমিকভাবে হামলা প্রতিহত করতে গেলে জঙ্গিরা এলোপাতাড়ি গুলি ও গ্রেনেড ছোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর উপর। এসময় রবিউল ইসলাম নামে এক পুলিশ সদস্য আহত হলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

ঘটনার স্পর্শকাতরতা অনুধাবন করে রাতে আর কোন ধরনের হামলা চালাইনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পরে রাত পেরোলে সকাল ৭ টা ২০ মিনিটে সেনাবাহিনীর ‘প্যারা কমান্ডো’ ‘অপারেশন থান্ডারবোল্ট’ নামে একটি অভিযান চালায়। এ অভিযানে নিহত হন হামলাকারী ৫ জঙ্গি সদস্য। অভিযানে নিহত জঙ্গিরা হলেন রোহান ইমতিয়াজ, সামিউল মোবাশ্বির, নিবরাস ইসলাম, শফিকুল ইসলাম ও খায়রুল ইসলাম।

এদিকে হলি আর্টিজানে হামলার দায় স্বীকার করে মধ্যপ্রাচ্য ভিত্তিক আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএস একটি বিবৃতি প্রকাশ করে। সেই বিবৃতিতে অভিযানে নিহতদের নিজেদের ‘সৈনিক’ বলে দাবি করে তারা। তবে তাদের এই দাবিকে নাকচ করে দেয় সরকার। বাংলাদেশ সরকার দাবি করে, নিহতদের সবাই দেশীয় জঙ্গি সংগঠন নব্য জেএমবির সদস্য।

হলি আর্টিজানের হামলার ঘটনায় গুলশান থানায় করা মামলাটির তদন্ত করে সিটিটিসি। তারা এ ঘটনায় ২১ জনের সম্পৃক্ততা পায়। এদের মধ্যে ৫ জন হামলাস্থলে ‘অপারেশন থান্ডারভোল্ট’ এ প্রাণ হারান। এছাড়া পরবর্তীতে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালালে আরও ৮ জন নিহত হন। অভিযুক্ত বাকি ৮ জনকে আসামি করে করে ২০১৮ সালের ২৩ জুলাই একটি অভিযোগপত্র আদালতে দেয়া হয়। এরপর ২০১৯ সালে মামলার রায়ে, ৮ আসামির সাতজনকে মৃত্যুদন্ড এবং বাকি একজনকে বেকসুর খালাস দেন আদালত। পরে, ২০২৩ সালের অক্টোবরে ৭ জঙ্গির সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ড দেন হাইকোর্ট।

প্রতিবছর এ দিনটি এলে জঙ্গি দমনে বাংলাদেশের সাহসী পদক্ষেপের কথা উঠে আসে। তবে এতো সব পদক্ষেপের মধ্যেও জঙ্গিবাদ এবং উগ্রবাদ নিয়ে শতভাগ নিশ্চিত থাকা যাচ্ছে না। সংশ্লিষ্টদের মতে, বর্তমানে ধর্মীয় উগ্রবাদী জঙ্গি সংগঠনগুলোর কার্যক্রম দৃশ্যমান না থাকলেও গোপনে তৎপরতা চালিয়ে যাচ্ছে তারা। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে অনলাইনে সদস্য রিক্রুট করছে, আনসার আল ইসলাম, জেএমবি, নব্য জেএমবি, জাময়াতুল আনসার হিন্দ এর মতো জঙ্গি সংগঠনগুলো।

বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার একটি দেশ। দেশের স্বাধীনতার জন্য জাতির বীর সন্তানরা প্রাণ-পণ লড়াই করেছিলেন ধর্ম বর্ণ নির্বিশেষে। তাই দেশকে ধর্মীয় উগ্রবাদের থেকে দূরে রাখতে প্রয়োজন সচেতনতা। বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক সোনার বাংলা গড়তে ধর্মীয় উগ্রবাদ তথা জঙ্গিবাদকে না বলতে হবে দলমত নির্বিশেষে সবাইকে।

Posted ৯:০৪ পূর্বাহ্ণ | সোমবার, ০১ জুলাই ২০২৪

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

কাঁঠাল সমাচার
কাঁঠাল সমাচার

(1947 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.