বাংলাদেশ অনলাইন ডেস্ক : | রবিবার, ০৪ অক্টোবর ২০২০
মহামারি করোনায় আক্রান্ত হয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনায় এখন ম্যারিল্যান্ডের ওয়াল্টার রিড সামরিক হাসপাতালে অবস্থান করছেন। তবে হাসপাতালে থাকলেও একেবারেই শুয়ে থাকা হচ্ছে না তারা। ম্যারিল্যান্ডের ওয়াল্টার রিড সামরিক হাসপাতালের প্রেসিডেন্ট ডেস্কে বসে কাজ করছেন তিনি। এমন এক ছবিতে প্রকাশ করেছে হোয়াইট হাউস।
ছবি প্রকাশের কয়েক ঘণ্টা আগে ট্রাম্পের ব্যক্তিগত টুইটারে একটি ভিডিও দেখা যায়। সেখানে তিনি বলেন, ‘এখানে এসে খুব একটা ভালো ছিলাম না। এখন অনেকটা ভালো লাগছে। সবাই অনেক কাজ করছেন। আমেরিকাকে আবার গড়ে তুলতে আমাকে ফিরতে হবে। আমরা এই করোনাভাইরাসকে পরাজিত করতে যাচ্ছি।’
এই ভিডিওতে তাকে যে ডেস্কে বসে কথা বলতে দেখা যায়, ছবিতেও একই ডেস্ক।
স্থানীয় সময় গত ১ অক্টোবর রাতে ট্রাম্প টুইট করে জানান, তিনি ও তার স্ত্রীর করোনাভাইরাসের রিপোর্ট পজিটিভ এসেছে। হোয়াইট হাউজের এক সিনিয়র কর্মকর্তা মার্ক মিডোসকে উদ্ধৃত করে মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস জানায়, গত ২৪ ঘণ্টা কঠিন সময় পার করেছেন ট্রাম্প। সামনের ৪৮ ঘণ্টা খুব গুরুত্বপূর্ণ এবং তিনি ঝুঁকিমুক্ত নন।
Posted ১২:০৭ অপরাহ্ণ | রবিবার, ০৪ অক্টোবর ২০২০
Weekly Bangladesh | Weekly Bangladesh