সোমবার, ১০ নভেম্বর ২০২৫ | ২৫ কার্তিক ১৪৩২

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

২০২৫ এর ঢাকা : দুটি টুকরো ঘটনা

কাজী জহিরুল ইসলাম :   |   বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫

২০২৫ এর ঢাকা : দুটি টুকরো ঘটনা

১. ভয়ে আছে অটোচালক মঞ্জিল অটোর ভাড়া চল্লিশ টাকা, আমি পঞ্চাশ টাকা দিয়ে বললাম দশ টাকা বখশিশ। টাকাটা হাতে নিয়ে একটা প্রাণভোলানো মিষ্টি হাসি দিল মঞ্জিল।
আমি পেছন থেকে আবার ঘুরে ওর সামনে যাই। বলি, একটা ছবি তুলি? এবার ও আরো মিষ্টি করে হাসে। আমার মনে হলো পুরো বাংলাদেশ হাসছে। বাংলাদেশের মুখে এমন একটি হাসি দেখার জন্যই তো আমরা সমস্ত জীবন ধরে প্রতীক্ষায় বসে আছি।
ছেলেটির নাম জিজ্ঞেস করে অবাক হই।
মঞ্জিল? দারুণ নাম তো। এই নাম এর আগে কোনো বাংলাদেশি ছেলের শুনেছি বলে মনে পড়ে না। আমি ওকে তিনবার জিজ্ঞেস করে নিশ্চিত হই, আমি ঠিক শুনেছি তো?
আমার হাতে অল্প সময়, বহু মানুষের ফোন ধরতে পারছি না, বহু মানুষকে আসতে বলতে পারছি না, বহু জায়গায় যেতে পারছি না, এমন কী আমার বর্তমান শারীরিক কন্ডিশনে যে পরিমান ঘুম দরকার তাও হচ্ছে না। কিন্তু আমার মনে হচ্ছে মঞ্জিলের সঙ্গে কথা বলার জন্য আমার সময়ের অভাব নেই। আমি সময়ের অপ্রতুলতার কথা মাথা থেকে উড়িয়ে দিই। আমার শান্ত চোখ ওর চোখের ওপর রাখি।
তোমার অটোটা খুব সুন্দর। নিশ্চয়ই নিজের?
না স্যার, ভাড়া গাড়ি।
ও, কত ভাড়া দিতে হয়?
প্রশ্নটা আমি করি বটে, পরক্ষণেই মনে হয়, আমি তো জানিই, অটোর ভাড়া ৪০০ টাকা, অযথাই প্রশ্ন করলাম।
ও বলে, ৫০০ স্যার।
৫০০ কেন, অন্য একজন তো বললো ওরটার ভাড়া ৪০০ টাকা?
এইটার সাইজ বড়ো, আর নতুন।
ও, সারাদিনের জন্য তো, তাই না?
জি স্যার।
সারাদিনই চালাও?
না, সারাদিন কি চালান যায়?
দুপুরে বিশ্রাম নাও?
হ। দুইটার দিকে বাসায় যাই। খাওয়া-দাওয়া করি। বিশ্রাম নেই। সন্ধ্যায় আবার নামি।
বাসা মানে কি গ্যারেজের ওপরে ঝুলন্ত ঘর?
না স্যার, বাসা ভাড়া নিয়া থাকি। কাকরাইলে বাসা।
ও, বিয়ে করেছ?
জি।
বাচ্চা আছে?
দুইটা।
ওদের বয়স কত?
ছেলেটার তিন বছর।
এটা বলেই আবার একটা মিষ্টি হাসি দেয় মঞ্জিল।
মেয়েটার মাত্র আড়াই মাস। ছোটো বাচ্চা। ওর টানেই বাসায় চইলা যাই।
নাকি ওর মায়ের টানে?
এবার খুব লাজুক হাসি।
তা তো আছেই স্যার।
সারাদিনে রোজগার কেমন হয়?
হয় স্যার, আট/নয়শ।
সপ্তাহের ৭দিনই গাড়ি চালাও?
না স্যার। আমি অফিসারগো মতন দুই দিন ছুটি করি। সাপ্তায় ৫ দিন চালাই।
বাহ দারুণ তো। মাসে বিশ/বাইশ হাজার টাকা আয় হয়। এতে কি সংসার চলে?
চলে স্যার। ভালোই চলে। আল্লাহর রহমতে ভালোই আছি। কোনো অসুবিধা নাই।
সত্যিই কোনো অসুবিধা নাই?
টেকা পয়সার অসুবিধা নাই। তয় একটা ডর আছে স্যার।
কীসের ডর?
শেখ হাসিনারে খেদায়া আমরা যেই স্বাধীনতা পাইছি, এইটা যেন আর না হারাই। সরকার যেন অটোচালকদের পেটে লাত্থি না মারে।
বেশ। আমি তোমার কথাটা মানুষকে জানাবো, সরকারকেও জানাবো। তোমাকে একটা অনুরোধ করি, রাখবে তো?
কী লজ্জার কথা স্যার। আমার কী যোগ্যতা আছে আপনের অনুরোধ রাখার?
সম্ভবত এইসব আলাপচারিতার মধ্য দিয়ে মঞ্জিল আমাকে কেউকেটা কিছু ভেবে থাকবে। শুরুতে যেমন সাবলীল ছিল আস্তে আস্তে সেটা মিইয়ে যাচ্ছে। দোষটা হয়ত আমারই। আমি হয়ত আমার অভিব্যক্তি ভুলভাবে উপস্থাপন করেছি।
কী কথা কন স্যার।
তোমার বাচ্চা দুইটাকে স্কুলে পড়াবে। আর একটা কথা, সংসারটা আর বড়ো করবে না।
এইটা তো আমার ভালোর লাইগ্যাই কইছেন। কথা দিলাম স্যার।
বনশ্রী, ঢাকা। ২০ অক্টোবর ২০২৫

২.

দুই তরুণ ডাব বিক্রেতার রাজনৈতিক দর্শন
রাসেল এবং রাকিব। দুই ভাই। স্মার্ট, সুদর্শন দুই ডাব বিক্রেতা।
বাড়ি কোথায়?
ফরিদপুর।
রাসেল বড়ো, ও ভালো করে ডাব কাটতে পারে না। রাকিব দূরে কোথাও ছিল। ও ফিরে আসতেই ডাব এবং দা রাকিবের দিকে বাড়িয়ে ধরে রাসেল, মুখে পরাজয়ের হাসি।
হাসতে হাসতে রাকিব দা হাতে নেয়। আমি এবং রুহুল আমিন ওদের দুই ভাইয়ের হাস্যোজ্জ্বল খুনসুটি দেখে মজা পাই। রুহুল আমিন দামাদামি করে।
আশি টাকা করে দিব।
না, কী বলেন? ছোটো বড়ো মিলিয়ে গড়ে ১০০ টাকা করে কেনা, বড়োগুলো একটু বেশি দামে বেচি, ছোটোগুলোর জন্য দাম নেই ১০০ টাকা। এইটুকুই লাভ।
সত্যি মিথ্যা জানি না। যদি ওর কথা সত্যি হয় তাহলে সবগুলো ডাব বিক্রি করলে ওদের দুই ভাইয়ের সারাদিনের আয় দেড় হাজার টাকার বেশি না। জনপ্রতি সাড়ে সাতশ। আমার বন্ধু রুহুল আমিন এভারকেয়ার হাসপাতালের প্রশাসন বিভাগের প্রধান। ও জানালো, বাংলাদেশের একজন ভালো ডাক্তার রোগী দেখে প্রতিদিন গড়ে ৪০ থেকে ৫০ হাজার টাকা আয় করে। এই দুই শ্রেণির মানুষের আয়ের পার্থক্য আকাশ-পাতাল। একজনের আয়ের মাত্র দুই শতাংশ অন্যজনের আয়। এরপরও রাসেল হাসে, রাকিব হাসে কিন্তু অনেক চিকিৎসকের মুখেই হাসি নেই, তারা মুখ গম্ভীর করে রাখেন। বাড়তি আয়ের জন্য হাঁ করে থাকেন।
রাকিব ওর দক্ষতা দেখাল। অতি দ্রুত দুটো ডাব কেটে স্ট্রাইপের দুটো স্ট্র বের করে ডাবের ফুটোতে গুঁজে আমাদের দিকে বাড়িয়ে দিল। আমরা এই শহরের সবচেয়ে নিরাপদ পানিতে চুমুক দিয়ে বনশ্রীর রাস্তায় হেঁটে যাওয়া মানুষের স্রোত দেখি। প্রতিদিন যেন বলক দেওয়া দুধের মতো ফেনিয়ে উঠছে মানুষ। এতো যে ক্রাইম, দুর্ঘটনা, এইসবের পেছনে অব্যবস্থাপনা, ইন্ডিসিপ্লিন তো আছেই, সবচেয়ে বড়ো কারণ হচ্ছে দ্রুত বর্ধমান জনসংখ্যা, অথচ এই বিষয়ে কারো কোনো মাথাব্যাথা আছে বলে মনে হচ্ছে না। গতকাল ব্রিগেডিয়ার মেসবাহ বলছিলেন, আগে তো পরিবার পরিকল্পনা বিষয়ক অনেক বিজ্ঞাপন দেখতাম টিভিতে, আজকাল এইসব আর দেখি না। আমাদের কি এখনই চীনের মত এক সন্তান নীতি গ্রহণ করে ফেলা উচিত নয়?
আমরা ডাব শেষ করি, রুহুল আমিন দুটো ১০০ টাকার নোট বাড়িয়ে দেয় রাসেলের দিকে। রাসেল নোট দুটো নিয়ে আরো কিছু পাবার অপেক্ষায় আমাদের মুখের দিকে তাকিয়ে থাকে। আমি পকেটে হাত দিলে আমিন বাঁধা দেয়। কিন্তু আমি জোর করেই কিছু টাকা বের করে রাসেলের দিকে বাড়াই। রাসেলও বুঝে গেছে আমি অতিথি। সে আমিনের দিকে তাকিয়ে বলে,
নিবো স্যার?
আমিন সম্মতি দিলে ও টাকাটা নেয়।
এইসবের মধ্য দিয়েই রাকিব এবং রাসেলের সঙ্গে আমাদের কিছুটা সখ্য গড়ে উঠে। এবার আমি ওদেরকে দেশের রাজনীতিতে টেনে আনি।
ফেব্রুয়ারিতে তো ভোট, তোমরা কাকে ভোট দেবে?
গলাটা বেশ নামিয়ে আস্তে করে বলে রাসেল,
এইবার হুজুরদের একটু দেখবার চাই।
তোমরা তো ফরিদপুরের মানুষ, আগে কোন পার্টিকে ভোট দিতে?
আমরা তো হারাজীবন নৌকায় ভোট দিছি। আমরাই আবার আন্দোলন কইরা তারে খেদাইছি।
আন্দোলন করেছ?
হ, করছি মানে? জান দেবার জন্য তৈরি ছিলাম।
আচ্ছা। তোমরাই সেই সাহসী জেন জি! তা তোমাদের তো নিজেদেরই একটা পার্টি হয়েছে, সেই পার্টি করো না?
না স্যার। হেরা নষ্ট হ’য়া গেছে। টেকা-পয়সা খা’য়া পইচা গেছে। এই কথা হুনলে যদি কেউ মাইর দেয়, দিবে, এইবার হুজুদেরই সুযোগ দিবো। একবার তাদের চেয়ারে বসায়া দেখবার চাই কী করে।
এবার আমি ছোটো ভাই রাকিবের দিকে তাকাই।
রাকিব, তুমি কি ভোটার হয়েছ?
না স্যার, এখনো হই নাই।
আঠারো হয় নাই তোমার?
সাড়ে সতেরো চলে, আর ৬ মাস পরেই ভোটার হয়ে যাবো।
ঠিক আছে রাসেল এবং রাকিব। তোমাদের জন্য অনেক শুভকামনা। তোমরা ভালো থেকো।

১৭ অক্টোবর ২০২৫। বনশ্রী, রামপুরা

Posted ১২:২১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

গল্প : দুই বোন
গল্প : দুই বোন

(8704 বার পঠিত)

মানব পাচার কেন
মানব পাচার কেন

(1401 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.