বাংলাদেশ অনলাইন : | শুক্রবার, ১১ ডিসেম্বর ২০২০
সাতপাকে বাঁধা পড়েননি, অথচ ২০ বছরের ছেলের বাবা-মা ইমরান হাশমি ও সানি লিওন। ইমরান হাশমি ও সানি লিওনের ২০ বছরের ওই ছেলে বর্তমানে ভারতের ‘বাবাসাহেব ভীমরাও আম্বেদকর বিহার বিশ্ববিদ্যালয়’র অধীন মুজাফরনগরের একটি কলেজের ছাত্র।
সম্প্রতি ইমরান-সানির ছেলের কলেজের অ্যাডমিট কার্ড ভাইরাল হতেই খবরটি প্রকাশ্যে আসে। কী শুনে চোখ কপালে উঠছে তো?
তাহলে একটু খোলসা করেই বলা যাক। বিহারের ওই ছাত্রটি বলিউড তারকা ইমরান হাশমি ও সানি লিওনের সন্তান নন। উত্তর বিহারের বাসিন্দা, ওই কলেজ ছাত্রের অ্যাডমিট কার্ডে কেউ ইচ্ছাকৃতভাবেই বাবা-মায়ের নামের জায়গায় ইমরান হাশমি ও সানি লিওনের নাম বসিয়ে দিয়েছেন বলে অনুমান।
তবে এই কাজ কে করেছেন? সেই বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ছাত্রটি নিজেও এমন কুকর্মে জড়িত থাকতে পারেন বলেও সন্দেহ করা হচ্ছে।
Posted ৬:৫৯ পূর্বাহ্ণ | শুক্রবার, ১১ ডিসেম্বর ২০২০
Weekly Bangladesh | Weekly Bangladesh