নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২০
জাতীয় শ্রমিক লীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেছে যুক্তরাষ্ট্র ক্রমিক লীগ। নিউইয়র্কে জ্যাকসন হাইটস খাবার বাড়ি পার্টি হলে গত ১২ অক্টোবর কাজি আজিজুল হক খোকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. জুয়েল আহমদের সঞ্চালনায় এ অনুষ্ঠানে বাংলাদেশ থেকে টেলিফোন কনফারেন্সে বক্তব্য রাখেন সরকারের সাবেক নৌ পরিবহন মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য মো. শাহাজাহান খান।
প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান। আরও অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক মো. মহিউদ্দিন দেওয়ান, প্রচার সম্পাদক হাজী এনাম দুলাল মিয়া, সদস্য শাহানারা রহমান, যুক্তরাষ্ট্র জাতীয় শ্রমিক লীগের সহসভাপতি এম এ আলম বিপ্লব, হোসেন সোহেল রানা, অধ্যাপক বশির উদ্দিন, খান শওকত, যুগ্ম সাধারণ সম্পাদক লস্কর মইজুর জুয়েল, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ, উপপ্রচার সম্পাদক প্রবাদ কুমার, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি কবির আলী, যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন মিয়া, বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য হেলাল মিয়া এবং কুইন্স বরো যুবলীগের সভাপতি নান্টু মিয়া। আরও বক্তব্য রাখেন মো. তারিকুল ইসলাম লিটন, ফরহাদ নুরুল হুদা ও মনির খান প্রমুখ।
Posted ১১:৫১ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২০
Weekly Bangladesh | Weekly Bangladesh