শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারি নির্বাচন : গভর্নর পদে ক্যাথি হকুল বিজয়ী

বাংলাদেশ রিপোর্ট :   |   বৃহস্পতিবার, ৩০ জুন ২০২২

নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারি নির্বাচন : গভর্নর পদে ক্যাথি হকুল বিজয়ী

নিউইয়র্ক স্টেটের বর্তমান গভর্নর ক্যাথি হকুল ডেমোক্র্যাট দলীয় প্রাইমারিতে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। অপরদিকে স্টেট অ্যাসেম্বলিতে ওয়ার্কার ফ্যামিলিজ ও প্রগতিশীলদের হটিয়ে বর্তমান ক্ষমতাসীনরা পুনরায় জয়ী হয়েছেন। নিউইয়র্ক স্টেট প্রাইমারি নির্বাচন অনুষ্ঠিত হয় গত ২৮ জুন মঙ্গলবার। গভর্নর ও লেফটেন্যান্ট গভর্নর ছাড়াও একই দিন স্টেট এক্সিকিউটিভ, স্টেট অ্যাসেম্বলি, বিচারক ও রাজনৈতিক দলীয় বিভিন্ন পদে প্রাইমারি অনুষ্ঠিত হয়।ডেমোক্রেট ও রিপাবলিক পার্টির নিবন্ধিত ভোটারগণ প্রাইমারিতে ভোট দেন। এসব পদে চূড়ান্ত নির্বাচন অনুষ্ঠিত হবে ৮ নভেম্বর, ২০২২। এর আগে নিউইয়র্ক সিটিতে অগ্রিম ভোট গ্রহণ শুরু হয় ১৮ জুন থেকে এবং চলে ২৬ জুন পর্যন্ত। প্রাইমারি নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত। ২৮ জুন ছিল অ্যাবসেন্টি বা ডাকযোগে ভোট পৌছানোর শেষ তারিখ। প্রাইমারিতে ভোট প্রদানের হার ছিলো খুবই কম।

নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারি


ডেমোক্র্যাটিক প্রাইমারিতে গভর্নর পদে প্রার্থী ছিলেন তিনজন। এরা হলেন বর্তমান গভর্নর ক্যাথি হকুল, নিউইয়র্ক সিটি পাবলিক এডভোকেট জোমানে উইলিয়াম ও কংগ্রেসম্যান থমাস শোয়াজি। প্রাইমারিতে এ তিন প্রার্থীর মধ্যে প্রথম থেকেই এগিয়ে ছিলেন বর্তমান গভর্নর ক্যাথি হুকুল। প্রাইমারিতে তার ভোট প্রাপ্তির সংখ্যা ৫ লাখ ৭৪ হাজার ৬১৭। মোট ভোটের ৬৭.৬ শতাংশ ভোট পড়ে তার পক্ষে। ক্যাথি হকুলের নিকটতম প্রতিদ্বন্দ্বি নিউইয়র্ক সিটি পাবলিক এডভোকেট জোমানে উইলিয়াম পেয়েছেন ১লাখ ৬৪ হাজার ৩৪০ ভোট। তার ভোট প্রাপ্তির হার ১৯.৩ শতাংশ। অপরদিকে ১লাখ ১০ হাজার ৮৯০ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে আছেন কংগ্রেসম্যান থমাস শোয়াজি। গত বছরের ২৪আগষ্ট ক্যাথি হকুল স্থলাভিষিক্ত হন গভর্নর এন্ড্র ক্যুমোর। এর আগে তিনি নিউইয়র্ক স্টেটের ৭৭তম লেফটেন্যান্ট গভর্নরের দায়িত্ব পালন করছিলেন। ২০২৩ সালের ১ জানুয়ারি শেষ হবে তার বর্তমান মেয়াদকাল। ক্যাথি হকুল ইউএস হাউস রিপ্রেসেন্টটিভ হিসেবে দায়িত্ব পালন করেন ২০১১-২০১২ সালে। আপস্টেট নিউইয়র্কের বাফেলোতে জন্মগ্রহণকারী ক্যাথি হকুল এটর্নী হিসেবে কর্মজীবনে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। এ্যারি কাউন্টি ক্লার্কের দায়িত্বও পালন করেন ক্যাথি হকুল লেঃ গভর্নর হিসেবে তিনি নির্বাচিত হন ২০১৪ সালে। ক্যাথি হকুলকে নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক পার্টি গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত সম্মেলনে আনুষ্ঠানিকভাবে সমর্থন দেয়। এছাড়া ইউএস হাউজ ডেলিগেশন, ৭৭ জন স্টেট আইন প্রণেতা ও নিউইয়র্ক সিটি মেয়র সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নেতা ও প্রতিষ্ঠান ক্যাথি হকুলকে সমর্থন জানায়। নিউইয়র্ক স্টেটের প্রথম এই মহিলা গভর্নরের প্রতি আপস্টেট নিউইয়র্কবাসী ডেমোক্র্যাট ভোটারদের ছিল বিশেষ সহানুভূতি ও সমর্থন। ক্যাথি হকুলের নিকটতম প্রতিদ্বন্দ্বি নিউইয়র্ক সিটি পাবলিক এডভোকেট জোমানে উইলিয়াম। ওয়ার্কিং ফ্যামিলিজ পার্টির প্রতিনিধি জোমানে উইলিয়াম নিউইয়র্ক সিটি কাউন্সিল ডিস্ট্রিক্ট ৪৫ এর দায়িত্বে ছিলেন ২০০৯ থেকে ২০১৯ সাল পর্যন্ত। ২০১৯ সালের মার্চ থেকে তিনি সিটির বর্তমান পদে আসীন আছেন।

নিউইয়র্ক থার্ড কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট লং আইল্যান্ডের নাসাউ কাউন্টির কংগ্রেসম্যান থমাস টম শোয়াজি। এই পদে তিনি ২০১৭ এর জানুয়ারি থেকে দায়িত্বরত আছেন, থাকবেন ২০২৩ সালের ৩ জানুয়ারি পর্যন্ত। টম শোয়াজি এর আগে ২০০২ থেকে ২০০৯ পর্যন্ত নাসাউ কাউন্টি এক্সিকিউটিভের দায়িত্ব পালন করেন। সার্টিফাইড পাবলিক একাউন্ট্যান্ট ও আইন পেশায় অভিজ্ঞ টম শোয়াজি গ্লেন কোভ’র মেয়র হিসেবেও দায়িত্ব পালন করেন ১৯৯৪ থেকে ২০০১ সাল পর্যন্ত।


রিপাবলিকান দলীয় প্রাইমারি

নিউইয়র্ক স্টেট গভর্নর পদে রিপাবলিকান দলীয় প্রার্থীদের প্রাইমারীও অনুষ্ঠিত হয় ২৮ জুন। প্রাইমারি এ নির্বাচনে রিপাবলিকান চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এরা হলেন- নিউইয়র্ক ফার্স্ট কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট থেকে নির্বাচিত কংগ্রেসম্যান লী জেলডিন। তিনি ২০১৫ এর ৩ জানুয়ারি থেকে এই আসনে প্রতিনিধিত্ব করেছেন। তিনি পেয়েছেন ১লাখ ৯৩ হাজার ২১০ ভোট। রিপাবলিকান দ্বিতীয় প্রার্থী হলেন-নিউইয়র্ক সিটির সাবেক মেয়র জুলিয়ানীর পুত্র এন্ড্র জুলিয়ানী। তিনি পেয়েছেন ১লাখ ৩৭৫ ভোট। রব এ্যাস্টিরিনো, যিনি ২০১৪ সালে একই পদে নির্বাচন করে পরাজিত হন। ২০০৯ সালে তিনি ওয়েস্টচেস্টার কাউন্টির এক্সিকিউটিভে দায়িত্বপ্রাপ্ত হন। তার ভোটের সংখ্যা ৮০ হাজার ২২৯।


লেফটেন্যান্ট গভর্নর প্রার্থী

ডেমোক্র্যাটিক প্রাইমারীতে লেফটেন্যান্ট গভর্নর পদে লড়েন তিনজন। এরা হলেন-বর্তমান লেঃ গভর্নর অ্যান্টোনিও ডেলগাডো এ বছরের ২৫মে, থেকে তিনি এই পদে অধিষ্ঠিত আছেন। তার মেয়াদ শেষ হবে ১ জানুয়ারি ২০২৩। দ্বিতীয় প্রার্থী হলেন এনা মারিয়া আর্চিলা। ডেমোক্র্যাট দলীয় ওয়ার্কিং ফ্যামিলিজ গ্রুপের সমর্থিত প্রার্থী তিনি। তৃতীয় প্রার্থী হলেন ডায়ানা রেয়ানা। তিনি নিউইয়র্ক সিটি কাউন্সিলের সাবেক মেম্বার।

advertisement

Posted ৯:৩৫ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ জুন ২০২২

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

85-59 168 Street, Jamaica, NY 11432

Tel: 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.