বাংলাদেশ অনলাইন : | শনিবার, ১২ জুলাই ২০২৫
সান্তোসে ক্যারিয়ারের শুরুর দিকে নেইমারকে বড় ভাইয়ের মতো আগলে রাখতেন তার আদর্শ রবিনিও। বহু পথ ঘুরে এ বছরের শুরুতে শৈশবের ঠিকানায় ফেরার পর নেইমার জানতে পারেন, ক্লাবের বয়সভিত্তিক দলে খেলেন তার সাবেক সতীর্থের বড় ছেলে রবসন জুনিয়র। সাবেক সতীর্থের কাছ থেকে যে স্নেহ পেয়েছিলেন, সেটাই নেইমার এখন ফেরত দিচ্ছেন রবিনিওর ছেলেকে।
রবিনিও তনয়কে পথ দেখিয়ে খানিকটা ঋণ শোধের সুযোগ লুফে নেন ব্রাজিলীয় ফরোয়ার্ড। বৃহস্পতিবার রাতে ভিক্টোরিয়া কাপের প্রীতি ম্যাচে নেইমারের সতীর্থ হিসাবে সান্তোসের মূল দলে অভিষেক হয় ১৭ বছর বয়সি রবসন জুনিয়রের। বিখ্যাত বাবার সাত নম্বর জার্সি পরে খেলতে নামা রবসন দলের শেষ গোলটি বানিয়ে দিয়ে অভিষেক রাঙান।
তার আগেই অবশ্য পাদপ্রদীপের সব আলো কেড়ে নেন নেইমার। প্রীতি ম্যাচে দেসপোর্তিভো ফেরোভিয়ারিয়ার বিপক্ষে সান্তোসের ৩-১ ব্যবধানের জয়ে একটি করে গোল ও অ্যাসিস্ট করেন নেইমার। সান্তোসের সঙ্গে চুক্তি নবায়নের পর এটাই ছিল তার প্রথম ম্যাচ।
জাদুকরী পারফরম্যান্সে প্রথমার্ধে দলকে ২-০তে এগিয়ে দেওয়ার পর আর মাঠে নামেননি নেইমার। তার এক অর্ধের ঝলকেই মোহিত সমর্থকরা। গোল, অ্যাসিস্ট ছাপিয়ে নেইমারের জন্য বড় প্রাপ্তি রবিনিওর পর তার ছেলের সঙ্গেও খেলতে পারা।
Posted ১০:২৩ পূর্বাহ্ণ | শনিবার, ১২ জুলাই ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh