বাংলাদেশ অনলাইন : | সোমবার, ১০ জুন ২০২৪
ছবি : সংগৃহীত
বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলায় ২০১৬ সাল থেকে প্রচার হয়ে আসছে ড. মাহফুজুর রহমানের একক সংগীতানুষ্ঠান। গেল রোজার ঈদে একটি নয়, বরং দুটি আয়োজন নিয়ে হাজির হয়েছিলেন তিনি। সেই ধারাবাহিকতায় এবার ঈদেও একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন ড. মাহফুজুর রহমান।
এটিএন বাংলার পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদের দিন রাত সাড়ে ১০টায় প্রচার হবে একক সংগীতানুষ্ঠান ‘আমার চোখের আলো’। এতে গান থাকছে মোট ১০টি গান। আর গানগুলোর সুর করেছেন মান্নান মোহাম্মদ ও রাজেশ ঘোষ। বাংলা গানের পাশাপাশি অনুষ্ঠানে থাকছে জনপ্রিয় কয়েকটি হিন্দি গান। থাকছে ‘নীলে নীলে আম্বার’, ‘দিল দে দিয়া হ্যায়’, ‘হামে অর জিনে কি’, ‘জিনা ইয়াহান মারনা ইয়াহান’, ‘আমার চোখের আলো’, ‘তুমি তো জানো না প্রিয়’, ‘তোমার নিশ্বাসে বিষ ছিল’, ‘চুপ কেন তুমি চুপ কেন’ ও ‘প্রথম প্রেম’ শিরোনামের গান।
এছাড়াও ঈদের পরদিন রাত সাড়ে ১০টায় দ্বৈত গানের অনুষ্ঠান ‘ওয়াদা করো’-তেও গান গাইবেন মাহফুজুর রহমান। অনুষ্ঠানে থাকছে ‘কেহেদু তুমছে’, ‘তুঝে দেখা তু ইয়ে’, ‘মুঝে দিলসে ভুলানা’, ‘মেরা দিল ভি কিতনা পাগল’, ‘ঢোলনা’, ‘তু চিজ বাড়ি হ্যায় মাস্ত মাস্ত’, ‘ওয়াদা কারও’, ‘সাস মে তেরি’, ‘তু তু হ্যায় ওয়াহি দিলনে’ এবং ‘কিতনি বেচেইন হোকে’ শিরোনামের গান। দ্বৈত গানগুলোতে মাহফুজুর রহমানের সহশিল্পী হিসেবে রয়েছেন নীলিমা, ভাবনা আহমেদ ও তাহমিনা।
Posted ৯:১৫ পূর্বাহ্ণ | সোমবার, ১০ জুন ২০২৪
Weekly Bangladesh | Weekly Bangladesh