বাংলাদেশ অনলাইন : | রবিবার, ১৮ এপ্রিল ২০২১
ক্যাটরিনা কাইফ
গত ১৬ এপ্রিলই হাসিমুখে ছবি দিয়ে প্রেমিক ভিকি জানিয়েছিলেন, তার ‘পজিটিভ’ হাসির রহস্য। পরদিন গত ১৭ এপ্রিল করোনাকে হারিয়ে সেরে ওঠার বার্তা পোস্ট করলেন প্রেমিকা ক্যাটরিনা কাইফ। পরপরই দু’জনের করোনা পজিটিভ হওয়ার খবর সামনে এসেছিল। করোনা নেগেটিভও হলেন পরপরই। হলুদ পোশাকে একেবারে ঘরোয়া লুকে নিজের ছবির সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন নায়িকা। লিখেছেন, ‘নেগেটিভ! যারা আমার খোঁজ নিয়েছেন, তাদের ধন্যবাদ। যা আমার খুব ভালো লেগেছে।’
গত ৬ এপ্রিল নিজের ইনস্টা স্টোরিতে কোভিড পজিটিভ হওয়ার কথা শেয়ার করেছিলেন ক্যাটরিনা। লিখেছিলেন, ‘এই মাত্র জানতে পারলাম আমি কোভিড পজিটিভ। মুহূর্তের মধ্যে নিজেকে আইসোলেটেড করে ফেলেছি। চিকিৎসকের পরামর্শ ও সমস্ত নিয়মবিধি মেনে আপাতত হোম কোয়ারেন্টাইনেই থাকব।’
ভিকির সুস্থতার খবরের পর এবার ক্যাটরিনার করোনা জয় স্বাভাবিক ভাবেই খুশির খবর তাদের ফ্যানেদের কাছে। তাই ছবির কমেন্ট বক্সে শুভেচ্ছার বন্যা। বলিউডের অনেকে ক্যাটরিনাকে শুভেচ্ছা জানিয়েছেন। প্রসঙ্গত, শুক্রবার ভিকি কৌশল নিজের একটি হাসিমুখের ছবি পোস্ট করে লিখেছিলেন, ‘নেগেটিভ’।
Posted ৯:১১ পূর্বাহ্ণ | রবিবার, ১৮ এপ্রিল ২০২১
Weekly Bangladesh | Weekly Bangladesh