বাংলাদেশ অনলাইন : | বুধবার, ৩১ মার্চ ২০২১
আনুশকা শর্মা
মাতৃত্বকালীন ছুটি শেষে কাজে ফিরলেন বলিউড সুন্দরী আনুশকা শর্মা। গত জানুয়ারি মাসে প্রথম সন্তানকে স্বাগত জানিয়েছেন আনুশকা শর্মা ও বিরাট কোহলি দম্পতি। সন্তান জন্মের দুই মাস পরই কাজে ফিরলেন আনুশকা।
সপ্তাহ খানেক আগেই কাজ শুরু করেছেন বিরাট কোহলি। এরপর শোনা গিয়েছিলো আগামী মে মাসে কাজে ফিরবেন আনুশকা শর্মা। তবে সেই সময়ের আগেই কাজে ফিরলেন বলিউডের এই অভিনেত্রী।
সম্প্রতি একটি শুটিং সেটে দেখা গেছে আনুশকা শর্মাকে। এরইমধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে আনুশকার শুটিং সেটে তোলা সেই ছবিগুলো।
আনুশকা শর্মা। ছবি : সংগৃহীত
প্রকাশ পাওয়া ছবিগুলোতে দেখা যাচ্ছে- সাদা টপস, নীল রঙের ডেনিম এবং সাদা জুতা পরনে রয়েছে আনুশকার। সেই সঙ্গে মুখে ছিল সাদা রঙের মাস্ক।
তবে বিয়ের আগে এক সাক্ষাৎকারে আনুশকা শর্মা বলেছিলেন, বিয়ে ও সন্তান জন্মের পর তিনি আর কাজ না ও করতে পারেন।
কিন্তু প্রথম সন্তান ভামিকার জন্ম দেওয়ার আগে সাক্ষাৎকার অংশ নিয়েছিলেন আনুশকা শর্মা। যেখানে তিনি বলেছিলেন, ‘আমি আমার সন্তান জন্মের পরপরই কাজে ফিরতে চাই এবং এমন একটি সিস্টেম করতে চাই যাতে করে আমি আমার পেশাগত এবং ব্যক্তিগত দুই জীবনের মধ্যে ব্যালেন্স রাখতে পারি। কেননা অভিনয় আমাকে আনন্দ দেয়।’
Posted ১১:১১ পূর্বাহ্ণ | বুধবার, ৩১ মার্চ ২০২১
Weekly Bangladesh | Weekly Bangladesh