বাংলাদেশ অনলাইন : | মঙ্গলবার, ২৫ মে ২০২১
ছবি : সংগৃহীত
অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলার জন্মদিন ছিল ২৫ মে (মঙ্গলবার)। বিশেষ দিনটিতে তাকে বিশেষ কায়দায় শুভেচ্ছা জানিয়েছেন স্বামী সৃজিত মুখার্জি। জন্মদিন উপলক্ষে মিথিলার সঙ্গে ভিডিও কলে কথা শেষ করে মঙ্গলবার রাত ১টা ৩৭ মিনিটে সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করেছেন ওপার বাংলার জনপ্রিয় নির্মাতা সৃজিত। ক্যাপশন লিখেছেন, ‘শুভ জন্মদিন রাফিয়াথ রশিদ। হে জন্মদিনের সাথি, চিরকাল চিরযৌবনা থেকো!’
সৃজিত এখন কলকাতায় থাকলেও মিথিলা রয়েছেন ঢাকায়। এবারের জন্মদিন বাবা মায়ের সঙ্গে কাটছে তার।
মিথিলা অভিনয়ের বাইরে ব্র্যাক ইন্টারন্যাশানালের আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টের প্রধান হিসেবে রয়েছেন। অভিনেতা-গায়ক তাহসান রহমান খানের সঙ্গে বিচ্ছেদের পর ২০১৯ সালের ৬ ডিসেম্বর নির্মাতা সৃজিত মুখার্জিকে বিয়ে করেন মিথিলা। তাহসান-মিথিলার একটি মেয়ে রয়েছে।
Posted ৮:১০ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৫ মে ২০২১
Weekly Bangladesh | Weekly Bangladesh