বাংলাদেশ অনলাইন : | রবিবার, ২২ নভেম্বর ২০২০
টিভি ও চলচ্চিত্র অভিনেত্রী মৌসুমী হামিদ বরাবরই নতুন নতুন চরিত্রের প্রতি আগ্রহী। কখনো পতিতা, কখনো চা-পান বিড়ি বিক্রেতা, আবার কখনো নিজ এলাকায় চেয়ারম্যান কিংবা ডাকাত রানী ও লাঠিয়ালসহ নানা চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করে দর্শকের কাছে দারুণ প্রশংসিত হন তিনি।
তারই ধারাবাহিকতায় নির্মাতা আল হাজেনের ‘মধুমতি’ শিরোনামের একটি ধারাবাহিকে নতুন আরও একটি চরিত্র নিয়ে দর্শকের সামনে আসছেন বলে জানান তিনি। একই সঙ্গে এটিকে চ্যালেঞ্জিং বলেও মন্তব্য করেন। এতে মৌসুমীকে দেখা যাবে একজন সবজি বিক্রেতার চরিত্রে।
তিনদিনের শুটিংয়ে তাকে কঠোর পরিশ্রম করতে হয়েছে বলে জানান। মৌসুমীর ভাষ্য, ছয়মাস পর মনের মতো একটি চরিত্রে অভিনয় করছি। এই চরিত্রের জন্য তিনদিন নড়াইলে মধুমতি নদীতে থাকতে হয়েছে। নৌকা চালাতে হয়েছে। চরিত্রটি দর্শকের কাছে গ্রহণযোগ্য করে তোলার জন্য ৫০০ জোড়া নারিকেল নদীতে ভাসিয়ে দিয়েছি। অনেক বেশি অ্যারেঞ্জমেন্ট নিয়ে এই ধারাবাহিকের শুটিং করেছি। এমন অ্যারেঞ্জমেন্টে এখন সাধারণত ধারাবাহিক নাটক নির্মাণ হয় না।
Posted ৯:২২ পূর্বাহ্ণ | রবিবার, ২২ নভেম্বর ২০২০
Weekly Bangladesh | Weekly Bangladesh