বাংলাদেশ অনলাইন : | মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২০
ঢালিউডের আলোচিত নায়িকা পরীমনির জন্মদিন ২৪ অক্টোবর। এবারও তিনি ভিন্ন আয়োজন নিয়ে নিজের এই বিশেষ দিনটি পালন করতে যাচ্ছেন। রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে থাকছে জন্মদিনের বিশেষ আয়োজন করবেন। প্রতিবার একটি রঙের ড্রেসকোড অনুসরণ করেন তিনি। এবার প্রকৃতিকে ভালোবেসে সবুজে রাঙাবেন নিজেকে। অতিথিদেরও পরতে হবে এ রঙের পোশাক। পরীর ভাষ্যে, জন্মদিনে প্রতিবছর ড্রেস কোড রাখি, এবারো রেখেছি। এবার প্রকৃতিকে ভালোবেসে সবুজ রঙকে প্রাধান্য দিয়ে জন্মদিনের ড্রেস কোড নির্ধারণ করেছি।
জানা গেছে, প্রতিবারের মতো এবারও সুবিধাবঞ্চিত পথশিশুদের সাথে জন্মদিন শুরু করবেন পরী। তাদের উপহার দেবেন খাবার ও অন্যান্য সামগ্রী। এদিন সন্ধ্যায় কাছের বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে থাকছে আয়োজন।
পরীমনি জানান, করোনা মহামারীর কারণে এবার জন্মদিন পালন করার ইচ্ছে ছিল না। সবমিলিয়ে দেখলাম স্বাস্থ্যবিধি মেনে উদযাপন করা যেতেই পারে। কিছুটা হলেও মানসিক প্রশান্তি পাওয়া যাবে এই ধরনের একটা আয়োজনে। তাই ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে জন্মদিনটি উদযাপন করার সিদ্ধান্ত নিলাম।
Posted ৭:৩৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২০
Weekly Bangladesh | Weekly Bangladesh