বিনোদন ডেস্ক : | রবিবার, ২১ জুন ২০২০
ওয়েব সিরিজ ‘পাতাল লোক’-এর মাধ্যমে ডিজিটাল প্ল্যাটফর্মে প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করেছেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। এরই মধ্যে গল্প এবং অভিনয়ের জন্য দর্শকদের কাছে প্রশংসিত হয়েছে ‘পাতাল লোক’। মানুষের অন্ধকার দিকগুলোকে এখানে ভিন্ন আঙ্গিকে তুলে ধরা হয়েছে। তবে সম্প্রতি সিরিজটি আইনি জটিলতায় জড়িয়ে পড়েছে। গত সপ্তাহে প্রযোজক আনুশকা এবং ওটিটি প্ল্যাটফর্ম আমাজনকে একটি পিটিশনের ওপর ভিত্তি করে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের তরফ থেকে নোটিশ পাঠানো হয়েছে। সেই পিটিশনে দাবি করা হয়েছে, এই ওয়েব সিরিজে শিখ সম্প্রদায়কে খাটো করা হয়েছে। বিচারপতি অরুণকুমার ত্যাগীর বেঞ্চ ইউনিয়ন অব ইন্ডিয়া এবং ১৫ জন উত্তরদাতার উদ্দেশে এই নোটিশ জারি করেছেন।
সিরিজের তৃতীয় পর্ব নিয়ে আপত্তি তোলা হয়েছে। অভিযোগকারীর আইনজীবী গুরু দীপেন্দর সিং ধীলনের ভারতীয় এক গণমাধ্যমে বলেন, ‘সাম্প্রদায়িক বিভেদ তৈরির চেষ্টা রয়েছে এই ওয়েব সিরিজে।’ তবে এই বিষয়ে আনুশকা কিংবা আমাজানের তরফ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এদিকে আনুশকার প্রযোজিত সিনেমা ‘বুলবুল’ আগামী ২৪ জুন নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে। এতে অভিনয় করেছেন পরমব্রত, পাওলি দাম, রাহুল বোস, অবিনাশ তিওয়ালি, তৃপ্তি দিমরি প্রমুখ। একটি বাংলা উপকথার ভিত্তিতে এর গল্প সাজানো হয়েছে।
Posted ১১:০২ পূর্বাহ্ণ | রবিবার, ২১ জুন ২০২০
Weekly Bangladesh | Weekly Bangladesh