বাংলাদেশ অনলাইন : | সোমবার, ০৪ আগস্ট ২০২৫
ছবি : সংগৃহীত
আইনি জটিলতার ধাপ অনেকটা কাটিয়ে আগের মতোই শোবিজে সরব দুই বাংলার দর্শকপ্রিয় অভিনেত্রী ও গায়িকা নুসরাত ফারিয়া। তাকে এখন এখন নিয়মিত বিভিন্ন ইভেন্ট, সাক্ষাৎকার, ফটোশুট এবং প্রোমোশনাল ভিডিওতে দেখা যাযচ্ছে। তারই ধারাবাহিকতায় সম্প্রতি একটি মেকওভার ভিডিও দিয়ে সামাজিক মাধ্যমে ঝড় তুললেন নায়িকা।
এক মিনিটের সেই ভিডিওটি প্রকাশের সঙ্গে সঙ্গেই ভাইরাল। ভিডিওটিতে নুসরাত ফারিয়াকে দুটি ভিন্ন লুকে দেখা যাচ্ছে। প্রথম লুকে তাকে দেখা যাচ্ছে একটি জমকালো লাল শাড়িতে, সঙ্গে ভারি গয়নায় সেজে উঠেছেন।
কপালে টিকলি, কানে ঝুমকো ধরনের ভারী দুল এবং গলায় একটি চওড়া নেকলেস। নাকে ছোট একটি নোজ রিং, হাতে মানানসই চুড়ি ও বালা- সব মিলিয়ে তার সাজে ছিল রাজকীয় এক আভিজাত্যের ছাপ।এরপর নুসরাত ফারিয়াকে একটি সাদা পোশাকে ভিন্ন ধরনের গয়নায় দেখা গেছে। এই লুকে তিনি আগের চেয়ে কিছুটা স্নিগ্ধতা ফুটে উঠেছে তার রূপে।
কানে ঝোলা দুল রয়েছে, তবে তা প্রথম লুকের দুলের চেয়ে ভিন্ন ধাঁচের। তার গলায় একটি চিকন চোকার এবং হাতে ব্রেসলেট ও আংটি দেখা যাচ্ছে।
এই লুকে ফারিয়ার চুলে বেনি করা এবং মুখে মিষ্টি হাসি, যা তার স্নিগ্ধতাকে আরও বাড়িয়ে তুলেছে।ভিডিওটি প্রকাশের পরপরই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তে তা সময় নেয়নি। অসংখ্য নেটিজেন ফারিয়ার রূপের প্রশংসা করে মন্তব্য করতে থাকেন।
Posted ৮:১৪ পূর্বাহ্ণ | সোমবার, ০৪ আগস্ট ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh