বাংলাদেশ অনলাইন : | সোমবার, ১৪ জুলাই ২০২৫
ছবি : সংগৃহীত
অভিনেত্রী শিল্পা শেঠি নানা ধরনের সিনেমায় অভিনয় করে নিজেকে বলিউড ইন্ডাস্ট্রিতে প্রতিষ্ঠিত করেছেন। তিনি নব্বইয়ের দশকে বহু হিট সিনেমা উপহার দিয়েছেন। এরপর দীর্ঘ সময়ে আর কোনো সিনেমায় বক্স অফিসে সাফল্য দেখা যায়নি। এবার কন্নড় সিনেমায় ‘কেডি: দ্য ডেভিল’-এ দেখা যাবে তাকে। যেখানে সঞ্জয় দত্তের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন অভিনেত্রী।
সিনেমার টিজার মুক্তির অনুষ্ঠানে এসে শিল্পা শেঠি বলেন, অনেক ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন তিনি, তবু মালয়ালম সিনেমার প্রতি তার গভীর টান রয়েছে। তবু কোন এক অজানা ভয়ে তিনি কখনো মালয়ালম সিনেমায় অভিনয় করতে পারেননি।
বলিউড ছাড়াও তামিল, তেলেগু ও কন্নড় ইন্ডাস্ট্রিতেও কাজ করেছেন অভিনেত্রী। মালয়ালম ফিল্ম ইন্ডাস্ট্রির প্রযোজকদের কাছ থেকেও বেশ কয়েকটি সিনেমার অফার পেয়েছিলেন তিনি, তবু কেন শিল্পা কখনো এই ইন্ডাস্ট্রির সিনেমায় অভিনয় করতে পারেননি? এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, আমি কখনো রাজি হইনি। কারণ আমি সত্যিই ভয় পেয়েছিলাম।
তিনি বলেন, মালয়ালম সিনেমার প্রতি তার অনেক টান রয়েছে। আমি মালয়ালম সিনেমা দেখতে খুবই ভালোবাসি। এবং এই ইন্ডাস্ট্রির প্রতি তাদের আবেগ দেখেও মুগ্ধ হই। এই ইন্ডাস্ট্রির গল্প বলার প্রক্রিয়াও খুব অন্যরকম। তবে আমি বুঝতে পারছিলাম না যে, এই ইন্ডাস্ট্রিতে কাজ করলে আমি আমার চরিত্রের প্রতি আদৌ সুবিচার করতে পারব কিনা। অভিনেত্রী বলেন, এখনো না হলেও আমার বিশ্বাস আছে, নিশ্চয়ই কোনো না কোনো দিন ভালো কিছুই পাব।
মালয়ালম ইন্ডাস্ট্রিতে কি এমন কোনো অভিনেতা আছেন, যার সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে রয়েছেন? এমন প্রশ্নের উত্তরে একগাল হেসে শিল্পা শেঠি নাম নিলেন মোহনলালের। অভিনেত্রী বলেন, মোহনলাল সত্যিই অসাধারণ। এত বছর পরও তিনি একই রকম দেখতে রয়েছেন। তিনি ভারতীয় চলচ্চিত্রের সবচেয়ে জনপ্রিয় অভিনেতাদের মধ্যে একজন।
Posted ৯:২০ পূর্বাহ্ণ | সোমবার, ১৪ জুলাই ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh