বাংলাদেশ অনলাইন : | বৃহস্পতিবার, ০৩ আগস্ট ২০২৩
ছবি : সংগৃহীত
‘কলিজা আর জান’ আইটেম গানে দর্শক মাতিয়েছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। গানটির ঠাঁই মেলে রায়হার রাফির ‘সুড়ঙ্গ’ সিনেমায়। যা নিয়ে হয়েছে নানা আলোচনাও। এবার আবারও এই নায়িকাকে দেখা যাবে আইটেম গানে। টালিউডের রাজ চক্রবর্তীর ‘আবার প্রলয়’ ওয়েব সিরিজে কোমর দোলাবেন ফারিয়া। ‘মেনকা’ শিরোনামের গানের একটি পোস্টারও প্রকাশ করা হয়েছে সামাজিক মাধ্যমে। এতে তার সঙ্গে রয়েছেন গৌরব চক্রবর্তী। রাজ চক্রবর্তী এন্টারটেইনমেন্টের অফিসিয়াল ফেসবুকে প্রকাশিত পোস্টারের ক্যাপশনে লেখা হয়েছে- ড্যান্স ফ্লোরে এবার আগুন লাগাতে আসছে ‘মেনকা’।
ফারিয়া বলেন, ‘এই ওয়েব সিরেজের অপেক্ষায় ছিলেন দর্শক। তাদের অপেক্ষার অবসান হতে যাচ্ছে। আগামী ৪ আগস্ট গানটি প্রকাশ হবে। আশা করি, গানটিতে আমার পারফরম্যান্স দর্শকদের ভালো লাগবে।’
গোবরডাঙার সুটিয়া গ্রামের প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাস খুনের ঘটনাক ও কিছু কাল্পনিক ঘটনার মিশেলে তৈরি হয় ‘প্রলয়’। রাজ চক্রবর্তী পরিচালনায় এটি নির্মাণ হয় ২০১৩ সালে। তারই ধারাবাহিকতায় এবার তিনি দর্শকের জন্য তৈরি করেছেন ‘আবার প্রলয়’। সিরিজে আছেন সোহিনী সেনগুপ্ত, কৌশানী মুখোপাধ্যায়, লোকনাথ দে, দেবাশিস মণ্ডলসহ অনেকে। জি-ফাইভ’র ব্যানারে আগামী ১১ আগস্ট থেকে দেখা যাবে এটি।
Posted ১০:৩৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৩ আগস্ট ২০২৩
Weekly Bangladesh | Weekly Bangladesh