বাংলাদেশ অনলাইন : | শনিবার, ২২ জুলাই ২০২৩
ঝালকাঠিতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে। ছবি : সংগৃহীত
ঝালকাঠির ছত্রকান্দা এলাকায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হরিয়ে পুকুরে পড়ে ১৭ জন নিহত হয়েছে। ২২ জুলাই (শনিবার) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বাসটিতে ৫০ থেকে ৬০ জন যাত্রী ছিল। দুর্ঘটনায় ২০ জনের মতো যাত্রী আহত হয়েছে বলে জানা গেছে। নিহতদের মরদেহ ঝালকাঠি সদর হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঝালকাঠী সদর থানার উপপরিদর্শক গৌতম কুমার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানান, দুর্ঘটনাকবলিত বাসটির নাম বাশার স্মৃতি পরিবহন। ভান্ডারিয়া থেকে বরিশালে যাচ্ছিল বাসটি। পথে ছত্রকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা জানিয়েছেন, চালক বাসটি চালানোর সময় মোবাইল ফোনে কথা বলছিলেন। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে সড়কের পাশে পুকুরে পড়ে যায়।
Posted ১২:৫৫ অপরাহ্ণ | শনিবার, ২২ জুলাই ২০২৩
Weekly Bangladesh | Weekly Bangladesh