বাংলাদেশ অনলাইন : | সোমবার, ১৪ ডিসেম্বর ২০২০
তুমুল ঝগড়া করে নিককে গাড়ি থেকে নামিয়ে দিলেন বলিউড অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া! স্ত্রীর কথা শুনে দেরি না করে সপাটে গাড়ির দরজা খুলে সেখান থেকে চলে যান মার্কিন পপ তারকা। নিক-প্রিয়াংকার ঝগড়ার খবরে পেজ থ্রির পাতা সরগরম হয়ে উঠেছে। কি অবাক লাগছে তো শুনে! বিষয়টি খোলসা করেই বলা যাক তাহলে।
সম্প্রতি প্রিয়াংকা একটি নতুন ছবির শুটিং শুরু করেছেন। ‘টেক্সট ফর ইউ’ নামে ওই সিনেমাতেই প্রিয়াংকার পাশে একটি ক্যামিও চরিত্রে অভিনয় করছেন নিক জোনাস। ওই ছবির একটি দৃশ্যের জন্যই নিক-প্রিয়াংকার মধ্যে বিবাদের ছবি তুলে ধরা হয়েছে। যেখানে ২ জনের মধ্যে বিবাদের পর প্রিয়াংকার গাড়ি থেকে নেমে যেতে দেখা যায় নিককে। এরপরেই এই খবর প্রকাশ্যে আসতে শুরু করেছে।
Posted ৬:৪৭ পূর্বাহ্ণ | সোমবার, ১৪ ডিসেম্বর ২০২০
Weekly Bangladesh | Weekly Bangladesh