বাংলাদেশ অনলাইন : | মঙ্গলবার, ১৮ জুন ২০২৪
অভিনেত্রী রুনা খান। ছবি : সংগৃহীত
অভিনেত্রী রুনা খান। সামাজিক যোগাযোগমাধ্যমে সবসময়ই সরব তিনি। কথা বলেন সাম্প্রতিক বিষয় নিয়ে। ভক্তদের সঙ্গে শেয়ার করেন নিজের গর্জিয়াস সব ছবি। তবে ঈদের দিন ভক্তদের চমকে দিলেন এ অভিনেত্রী। শেয়ার করলেন তার মেকআপ ছাড়া বেশকিছু ছবি। রুনা খান তার ওজন কমিয়েছেন এটি বেশ পুরোনো খবর। তবে এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি নিয়মিত গ্ল্যামারাস লুকে হাজির হন।
এবার সি গ্রিন রঙের জামদানি শাড়িতে নজর কেড়েছেন সবার। নো মেকআপ লুকে বেশ মানিয়েছেও তাকে। ছবিগুলো শেয়ার করে মেকআপ না করার বিষয়টি নিশ্চিতও করেন এই অভিনেত্রী।
রুনা ছোট পর্দার পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্ম নিয়ে বর্তমানে বেশ ব্যস্ত সময় পার করছেন। এ ছাড়া বিভিন্ন বিজ্ঞাপনেও অভিনয় করতে দেখা যায় তাকে। এ ছাড়া নির্মাতা কাজল আরেফিন অমির ওয়েব ফিল্ম ‘অসময়’-এ অ্যাডভোকেট চরিত্রে অভিনয় করে প্রশংসিত হন জাতীয় চলচ্চিত্র পাওয়া এ অভিনেত্রী।
Posted ১১:৩৩ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৮ জুন ২০২৪
Weekly Bangladesh | Weekly Bangladesh