বাংলাদেশ অনলাইন : | মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩
ছবি : সংগৃহীত
এয়ারপোর্ট লুক নিয়ে বলিউডের সব তারকারাই কম-বেশি সচেতন। কেউ দামি ব্র্যান্ডেড পোশাকে নজর কাড়েন তো কেউ বা আবার লাখ টাকার ডিজাইনার অ্যাকসেসরিজে। কিন্তু ঐশ্বরিয়া রাই বচ্চনের সেসব বালাই নেই! পোশাক, সাজগোজের পরোয়া না করে বিমানবন্দরের ফটোশিকারিদের লেন্সের সামনে ধরা দিলেন তিনি। আর ‘বচ্চন বধূ’র ড্রেসকোড নিয়েই এখন তুমুল চর্চা নেটপাড়ায়। দিন কয়েক আগেই গিয়েছিলেন ঘুরতে। এবার মেয়ে আরাধ্যাকে নিয়ে মুম্বইতে ফিরলেন অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া।
শনিবার সাত সকালে মুম্বই বিমানবন্দরে দেখা মিললো তারকা দম্পতির। পাপারাজ্জিদের দেখেই করজোড়ে প্রণাম করে অভিবাদন জানালো বচ্চন পরিবারের ক্ষুদে সদস্য। আর অমিতাভের নাতনির এমন মিষ্টি ব্যবহার নিয়ে যখন নেটপাড়া প্রশংসায় পঞ্চমুখ, তখন মা ঐশ্বরিয়া সাজপোশাক নিয়ে একেবারে গেল গেল রব জুড়ে দিয়েছেন ‘নেটদুনিয়ার ফ্যাশনিস্টরা’। ‘বচ্চন বধূ’র ফ্যাশন সেন্স নিয়ে প্রশ্ন তুললেন নিন্দুকেরা। কারও প্রশ্ন, আপনার কি ফ্যাশন বোধ একেবারেই চলে গিয়েছে।
কারও কটাক্ষ, এভাবে চুল কে হাইলাইট করায়? মনে পড়ছে না, শেষ কবে কেউ এভাবে চুল হাইলাইট করিয়েছে! কেউ বলছেন, সেই এক কালো রঙের ওভারসাইজড কোট পরে চলে এসেছেন! কারও মন্তব্য, কেন জানি না মনে হয়, ঐশ্বরিয়া বোধহয় মানসিকভাবে খুব কষ্টে আছেন। বিয়ের পর থেকেই ওর স্টাইল স্টেটমেন্ট দিন দিন কেমন জৌলুস হারাচ্ছে! নেটপাড়ার একাংশ ঐশ্বরিয়াকে কটাক্ষ করে বলেছেন, এ একেবারে ফ্যাশন বিপর্যয়।
Posted ১:১৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩
Weekly Bangladesh | Weekly Bangladesh